ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে কালবৈশাখী তান্ডবে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০২:৩৬, ২৪ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জে কালবৈশাখী তান্ডবে ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে কালবৈশাখী ঝড়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলারি বিভিন্ন গ্রামে গাছপালা, ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে পড়েছে। এছাড়াও প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় কৃষকের পাকা-আধাপাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক হাজার জমি আধা পাকা ও কাঁচা ধান পানির নিচে ডুবে গেছে। অধিকাংশ কৃষক আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এদিকে গত পাচঁ দিনের প্রবল বর্ষণে তাড়াশ উপজেলার বিনসাড়া, কোহিত, কাজিপুরসহ বিভিন্ন মাঠে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি প্রবাহের পথগুলো ভূমি দস্যুরা অবৈধভাবে দখল করে পানি প্রবাহের পথ বন্ধ করে রেখেছে। তার মধ্যে রয়েছে, সদর গ্রাম,তাড়াশ-কুন্দইল,তাড়াশ-নিমগাছী, তাড়াশ-কাটাগাড়ী ও তাড়াশ-রানীরহাট রাস্তা সংলগ্ন খাল অন্যতম। ফলে উপজেলার ভাদাস,ধাপ-ওয়াশিন, কাস্তা, বেত্রাশিন, বিনসাড়া, কাজিপুর, মালশিন, গুড়মা, আড়ংগাইল, দোগাড়িয়া, পৌষার, দেশীগ্রাম, মাঝদক্ষিনা, বৈদ্যনাথপুর, লাউশন, বস্তুল, বিনীতপুর,মাগুড়াবিনোদ, দিঘীসগুনা, লালুয়ামাঝিড়া, মাকড়শোন,কুসুম্বীসহ অনেক গ্রামের মাঠে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে কয়েক হাজার জমির ধান নষ্ট হয়ে গেছে। কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, পানি প্রবাহের পথগুলো ভূমি দস্যুরা দখলের পর বন্ধ করে রাখায় ওই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং কৃষকের ফসল ডুবে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বেশ কিছু জমির পাকা ধান ডুবে গেছে। প্রভাবশালীরা যত্রতত্রভাবে খাল বন্ধ করে স্থাপনা নির্মান এবং পুকুর খনন করায় কৃতিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শীগগরই কৃষকদের সঙ্গে নিয়ে এ সকল খাল ও পুকুরের পার কেটে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়া হবে।
×