ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৮, ২৪ এপ্রিল ২০১৭

দিনাজপুরে সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ থেকে জেএমবির ‘সারওয়ার-তামিম গ্রুপের সক্রিয় দুই সদস্যকে’ গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৩-এর অধিনায়ক বি এম আতিকুল্যাহ জানান, রবিবার রাতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ রামেশ্যাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে সেলিম (২৮) ও নাশরতপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে খাদেমুল ইসলাম (২৭)। র‌্যাব কর্মকর্তা জানান, রবিবার গভীর রাতে রানীগঞ্জ রামেশ্যাপুর দারুলহুদা ফাজিল মাদ্রাসায় খাদেমুল এসে সেলিমের সঙ্গে বৈঠক করবে, এমন খবরের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব। রাত সাড়ে ৩টার দিকে মাদ্রাসা এলাকা থেকে জেএমবির সক্রিয় ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তারা নব্য জেএমবির নেতা সারওয়ার-তামিম গ্রুপের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সেলিমের নামে চিরিবন্দর থানায় নাশকতার মামলা রয়েছে। সেলিম লুকিয়ে লুকিয়ে রানীগঞ্জ এলাকায় জেএমবির নামে চাঁদা ও কর্মী সংগ্রহ করতো। পাশপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালাতো। আর খাদেমুল মাঝেমধ্যে তার কাছে এসে সাংগঠনিক বৈঠক করতো। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ও খাদেমুল বাইয়াত গ্রহণের কথা স্বীকার করেছে। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। মামলার পর সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
×