ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২১, ২৪ এপ্রিল ২০১৭

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ দিনাজপুরে একটি অটোমেটিক রাইসমিলের বয়লার বিস্ফোরণে ম্যানেজারসহ এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। এর মধ্যে বয়লার বিস্ফোরণে আহত রাইচ মিলের ৮ শ্রমিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের(আরএমসিএইচ) বার্ন ইউনিটে এবং দু’জন শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের(ডিএমসিএইচ) বার্ণ ইউনিটে মারা যায়। দিনাজপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, গত ১৯ এপ্রিল বুধবার দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জস্থ যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণ ঘটে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মওদুদ হোসেন রাবু জানান, গুরুতর আহত মুকুল(৪৫), শরিফুল(৪৫), উদয় চন্দ্র (৫০), দুলাল (৩৬) এবং মুন্না (৩২) রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় মনোরঞ্জন(৩৬) মারা যায়। মওদুদ হোসেন আরো জানান, রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে গুরুতর আহত মিলের ম্যানেজার রনজিৎ বসাক (৫০) ও অপর শ্রমিক দেলোয়ার হোসেনের (২৪) মৃত্যু হয়। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৪ জনের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মারুফুল ইসলাম জানান, তাদের শরীরের প্রায় ৯১ শতাংশ দগ্ধ হয়েছিলো পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে,যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মোট ৪০ জন শ্রমিক আহত হয়। এর মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্র্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সূত্র: বাসস
×