ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবশেষে পরিবহনের ভাড়া অর্ধেকে নামলো

প্রকাশিত: ২১:২৯, ২৪ এপ্রিল ২০১৭

অবশেষে পরিবহনের ভাড়া অর্ধেকে নামলো

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ অবশেষে বরগুনার আমতলী-তালতলী সড়কের পরিবহন ভাড়া অর্ধেকে নামানো হয়েছে। সোমবার আমতলী ও তালতলী বাস কাউন্টার থেকে ভাড়া কমানোর কথা বলে মাইকিং করা হয়। জানাগেছে- আমতলী ফকিরহাট পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক। এ সড়কে দীর্ঘদিন ধরে পরিবহন বাস চলাচল করে আসছে। পূর্বে ওই সড়কে বাস মালিকরা যে ভাড়া নিতো সোমবার মাইকিং করে ওই ভাড়া কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে এবং অর্ধেক ভাড়ায় বাস মালিকরা যাত্রী পরিবহন শুরু করেছে। আমতলী থেকে ফকিরহাট ৪০ কিলোমিটারে ভাড়া ছিল ৮০ টাকা বর্তমানে নেয়া হচ্ছে ৪০ টাকা। আমতলী থেকে তালতলী ৩০ কিলোমিটারে ভাড়া ছিল ৬০ টাকা সেখানে নেয়া হচ্ছে ৩০ টাকা। আমতলী থেকে কড়াইবাড়িয়া ২০ কিলোমিটার ভাড়া ছিল ৪০ টাকা এখন নেয়া হচ্ছে ২০ টাকা। আমতলী থেকে কচুপাত্রা ১২ কিলোমিটার ভাড়া নিতো ২৫ টাকা এখন নেয়া হচ্ছে ১৫ টাকা। আমতলী থেকে আড়পাঙ্গাশিয়া ৮ কিলোমিটারে ভাড়া ছিল ১০ টাকা এখন নেয়া হচ্ছে ৫ টাকা। আমতলী থেকে মানিকঝুঁড়ি ৬ কিলোমিটার ভাড়া ছিল ৫ টাকা। এখন যাত্রী নিচ্ছে ফ্রি। বাস মালিকদের আকর্ষিক ভাড়া হ্রাস করা প্রসঙ্গে বরগুনা জেলা বাস মালিক সমিতি’র লাইন সম্পাদক ওহিদুজ্জামান সজল মৃধা মুঠোফোনে বলেন যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য ভাড়া অর্ধেক করা হয়েছে। তিনি আরো বলেন আমতলী ও তালতলী কাউন্টার থেকে ২০ মিনিট পরপর বাস ছাড়া হচ্ছে।
×