ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০০তম এপিসোডে অচেনা কপিল

প্রকাশিত: ১৯:৪১, ২৪ এপ্রিল ২০১৭

১০০তম এপিসোডে অচেনা কপিল

অনলাইন ডেস্ক ॥ এত দিন গোটা দেশ জেনে এসেছে দুই বন্ধুর শত্রু হয়ে ওঠার কাহিনি। জেনেছে, কী ভাবে এক সময়ের অভিন্নহৃদয় সহকর্মী কপিল শর্মা এবং সুনীল গ্রোভার মেতে উঠলেন একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ির খেলায়, কী ভাবে তাঁর হয়ে উঠলেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু ‘দা কপিল শর্মা শো’-এর একশোতম এপিসোডে কপিলের মুখে পরোক্ষে শোনা গেল সেই প্রাক্তন সহকর্মী তথা বন্ধুর প্রতি কৃতজ্ঞতার সুরই। শো-এর একশোতম এপিসোডে কপিল যখন নিজের বক্তব্য রাখছেন, তখন যথেষ্ট আবেগপ্রণোদিত লাগছিল তাঁকে। তিনি বলেন, ‘আজ আমাদের একশোতম এপিসোড। আমি আমার দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গেই সমস্ত সেলিব্রিটি সে তাঁরা ক্রীড়া জগতের হোন কিংবা বলিউডের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের অন-স্টেজ টিম, ব্যাক স্টেজ টিমের প্রত্যেক সদস্য যাঁরা আমাদের সঙ্গে রয়েছেন, এবং যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাঁদের সকলকেই আমি ধন্যবাদ জানাই।’ কপিলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জল্পনা তুঙ্গে উঠেছে যে, ‘যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন’ বলতে সুনীলের দিকেই ইঙ্গিত করেছেন কপিল। সেই সঙ্গে নাম না করে তুলেছেন চন্দন প্রভাকর এবং আলি আসগরের মতো প্রাক্তন সহকর্মীদের প্রসঙ্গও। চন্দন, আলিরাও সুনীলের পদাঙ্ক অনুসরণ করে কপিল শর্মার শো ছেড়ে চলে গিয়েছেন। কার্যত তাঁদের সকলকেই সেঞ্চুরি এপিসোডে ধন্যবাদ জানালেন কপিল। কপিলের এই চেহারা অনেকের কাছেই অচেনা ঠেকেছে। মার্চ মাসেই অস্ট্রেলিয়া থেকে প্লেনে ফেরার সময়ে মাঝআকাশেই সুনীলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কপিল। অভিযোগ ওঠে, সুনীলের দিকে শুধু যে কটূক্তি করেছেন কপিল তা-ই নয়, তাঁর গায়ে হাতও তুলেছেন। এর পরেই কপিলের সংস্রব ত্যাগ করার সিদ্ধান্ত নেন সুনীল। তাঁর দেখাদেখি আরও অনেকেই কপিলের শো ছেড়ে চলে যান। বলা হয়, খ্যাতি পেয়ে অত্যন্ত দুর্বিনীত হয়ে উঠেছেন কপিল। দুর্ব্যবহার করছেন সহকর্মীদের সঙ্গে। কিন্তু একশোতম এপিসোডে দেখা গেল, সমস্ত অহমিকা ত্যাগ করে নিজের প্রাক্তন সহকর্মীদের ধন্যবাদই জানালেন কপিল। এপিসোডে উপস্থিত ছিলেন শোয়ের অবিচ্ছেদ্য অঙ্গ নভজ্যোত সিংহ সিধুও। তিনিও এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। সিধুকে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে উপমা-সহকারে বলতে শোনা যায়, ‘ভগবানের দোহাই, এই ফুলের তোড়াকে ভেঙে পড়তে দেবেন না। এই ফুলের তোড়া তোমারও না, আমারও না, এ সারা দেশের।’ শোয়ের এই বিশেষ এপিসোডে কোনও বলিউড সেলিব্রিটি নয়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। বেদা কৃষ্ণমূর্তি, মিতালি রাজ, হরমনপ্রীত কৌর এবং ঝুলন গোস্বামীর সঙ্গে হাসিঠাট্টায় মেতে ওঠেন কপিল। এবেলা।
×