ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে ৬ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে ১০ লক্ষাধিক বই

প্রকাশিত: ০৮:৩৩, ২৪ এপ্রিল ২০১৭

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে ৬ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে ১০ লক্ষাধিক বই

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে বই পড়া কর্মসূচীর আওতায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হচ্ছেÑ ১০ লক্ষাধিক বই। কেন্দ্রীয়ভাবে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এ্যান্ড একসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ), বাংলাদেশ ন্যাশন্যাল কমিশন ফর ইউনেস্কো ( বিএনসিইউ) এবং বিশ্বসাহিত্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় দেশের ২৫০ উপজেলায় সেকায়েপ প্রকল্পভুক্ত ১২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ লাখ ৫২ হাজার পাঠক বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানসমূহে ১০ লক্ষাধিক বই বিতরণ করা হবে। প্রতিষ্ঠানগুলোর ২০ লাখ ৭০ হাজার পাঠক বই পড়া কর্মসূচীতে অংশগ্রহণ করে। আজ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৬ লাখ ৫২ হাজার ছাত্রছাত্রীর হাতে পুরস্কারের এ বই তুলে দেয়া হচ্ছে। তিনি বলেন, সেকায়েপ প্রকল্পের মাধ্যমে ২৫০ উপজেলার ১২ হাজার ১১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী চালু রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ৬১ লাখ ৬০ হাজার ছাত্রছাত্রী বই পড়ার সুযোগ পেয়েছে। চলতি বছর আরও ২১ লাখ ছেলেমেয়ে বই পড়ার সুযোগ পাচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, এ প্রকল্পের ফলে ছাত্রছাত্রী বই পড়ার সুযোগ পাবে এবং তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। ব্রিটিশ কাউন্সিলের বই পড়া প্রতিযোগিতা এদিকে বই দিবস উদযাপন ও উইলিয়াম শেক্সপিয়রের ৪০১তম মৃত্যুবার্ষিকীতে ঢাবি ক্যাম্পাস কার্যালয়ে বই পড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক। ’১৩ সাল থেকে বই পড়া প্রতিযোগিতা আয়োজন করে আসছে ব্রিটিশ কাউন্সিল।
×