ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষণে ডিএনডির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ০৮:৩২, ২৪ এপ্রিল ২০১৭

বর্ষণে ডিএনডির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এত ভোগান্তিতে পড়েছে ওই জনসাধারণ। গত কয়েকদিনের ভারি বর্ষণে ডিএনডি বাঁধের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে ফতুল্লার পূর্ব ইসদাইর, বুড়ির দোকান, চাঁদমারী, দক্ষিণ সস্তাপুর, সস্তাপুর, কোতালেরবাগ, মাসদাইর গাবতলী, এনায়েতনগর, শহীদনগর, তল্লা, সবুজবাগ, রামারবাগ, কুতুবপুর, দেলপাড়া, পিলকুনি, ভুঁইগড়, রঘুনাথপুর, কায়েমপুর, কুতুবআইল, নয়ামাাটি, লামাপাড়া এবং সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ, গোদনাইল, পাঠানটুলি, জালকুড়িসহ বিভিন্ন নিম্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত ডিএনডি পাম্প হাউসের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল জব্বার জানান, ডিএনডি পাম্প হাউসের মূল ক্যানেলের সামনের জালি ময়লা-আবর্জনা ও পলিথিনে ভরে যাওয়ায় পানি ঠিকমতো নিষ্কাশিত হতে পারছে না। আমার বারবার ময়লা-আর্বজনা তুলেও তা পরিষ্কার রাখতে পারছি না। মানুষের অসচেতনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে ভারি বৃষ্টিতে ডিএনডির নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডিএনডির ক্যানেলের ছয়টি সøুইসগেটের সবগুলো খুলে দেয়া হয়েছে। আর বৃষ্টি না হলে আগামী ২-৩ দিনের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
×