ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন তারেকের শাশুড়ি

প্রকাশিত: ০৮:৩১, ২৪ এপ্রিল ২০১৭

জামিন পেলেন তারেকের শাশুড়ি

কোর্ট রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু সম্পদের হিসাব দাখিল না করার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা আসামির বয়স এবং অসুস্থতা বিবেচনায় এই জামিন মঞ্জুর করেন। রমনা থানায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুলুসহ ২৯ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার ঢাকার মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। মামলার নেতৃস্থানীয় আসামিরা হলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাইফুল ইসলাম নীরব। অভিযোগপত্র আমলে নেয়ার ধার্য তারিখে বিচারক এই পরোয়ানা জারির নির্দেশ দেন।
×