ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ম্যাখঁ বিজয়ী

প্রকাশিত: ০৮:৩০, ২৪ এপ্রিল ২০১৭

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ম্যাখঁ বিজয়ী

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট শেষ হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ইমানুয়েল ম্যাখঁ ২৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ন্যাশনাল ফ্রন্টের উগ্র দক্ষিণপন্থী এবং অভিবাসন বিরোধী হিসেবে পরিচিতি মেরি লি পেন ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আগামী ৭ মে দ্বিতীয় দফা ভোটে চূড়ান্ত লড়াই হবে এ দুজনের মধ্যে। প্রথম দফায় কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এদিকে ইমানুয়েল ম্যাখঁর প্রতি সমর্থন ঘোষণা করেছেন পরাজিত প্রার্থী মধ্য ডানপন্থী ফ্রাঁসোয়া ফিলন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্লস মিশেল প্রথম দফা নির্বাচনে জয়ী ইমানুয়েল ম্যাখঁকে অভিনন্দন জানিয়েছেন। এ নির্বাচনে প্রায় ৮০ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে ২০১২ সালেও ভোটের হার প্রায় একই ছিল। চূড়ান্ত দফা ভোটে ম্যাখঁ (৩৯) নির্বাচিত হলে তিনি হবেন নেপোলিয়ান বোনাপার্টেও পর ফ্রান্সের সবচেয়ে কম কম বয়সী প্রেসিডেন্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে এক টুইটে লেখেন, ‘ফ্রান্সে খুবই আকর্ষণীয় নির্বাচন অনুষ্ঠিত হলো’। খবর বিবিসি ও সিএনএনের।
×