ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেঙ্গালুরুকে লজ্জা দিয়ে জিতল কলকাতা

প্রকাশিত: ০৭:৩৫, ২৪ এপ্রিল ২০১৭

বেঙ্গালুরুকে লজ্জা দিয়ে জিতল কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএল ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের লজ্জা দিয়ে ৮২ রানে ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিবহীন দলটি ইডেন গার্ডেন্সে কী দুর্দান্ত খেলাই না দেখাল। বেঙ্গালুরুকে ৪৯ রানে গুটিয়ে দিল। টস জিতে বেঙ্গালুরু। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করার সুযোগ পেয়ে ১৯.৩ ওভারে ১৩১ রান করতেই অলআউট হয়ে যায় কলকাতা। শুরুতে ওপেনার হিসেবে ব্যাট হাতে নামা সুনীল নারিনে ও গৌতম গাম্ভীর মিলে চার ওভারেই ৪৮ রান নিয়ে ফেলেন। এরপর যে উইকেট যাওয়া শুরু হয়, বেশিদূর এগিয়ে যেতে পারেনি কলকাতা। নারিনে সর্বোচ্চ ৩৪ রান নেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান নেন ক্রিস ওকস। বল হাতে চাহাল তিনটি, নেগি ও টাইমাল মিলস ২টি করে উইকেট নেন। যে স্কোর করে কলকাতা, তাতে বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং লাইন আপ যে নিমিষেই তা করে ফেলবে, তা সবারই ধারণা হয়ে যায়। কিন্তু ৩ উইকেট করে নেয়া গ্র্যান্ডহোমে, ওকস ও কোলটার নিল কী বোলিংটাই না করলেন। এ তিন বোলারের দুর্দান্ত বোলিংয়ে কোহলি, গেইল, ভিলিয়ার্সদের মতো ব্যাটসম্যানরাও অসহায় হয়ে পড়েন। ৯.৪ ওভারে ৪৯ রান করতেই অলআউট হয়ে যায় বেঙ্গালুরু। সর্বোচ্চ রান করেন কেদার জাদব (৯)। আইপিএল ক্রিকেট ইতিহাসে এর আগে ২০০৯ সালে বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়েলস যে ৫৮ রানে অলআউট হয়ে গিয়েছিল, সেটিই ছিল এতদিন দলীয় সর্বনিম্ন স্কোর। সেই স্কোর থেকেও ৯ রান কম করে অলআউট হয়ে সর্বনিম্ন রানে গুঁটিয়ে যাওয়ার লজ্জা পেল বেঙ্গালুরু। স্কোর ॥ কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ কলকাতা ইনিংস ১৩১/১০; ১৯.৩ ওভার (নারিনে ৩৪, ওকস ১৮, পান্ডে ১৫, যাদব ১৫; চাহাল ৩/১৬)। বেঙ্গালুরু ইনিংস ৪৯/১০; ৯.৪ ওভার (কেদার ৯, ভিলিয়ার্স ৮, বিন্নি ৮; গ্র্যান্ডহোমে ৩/৪, ওকস ৩/৬, নিল ৩/২১)। ফল ॥ কলকাতা নাইট রাইডার্স ৮২ রানে জয়ী।
×