ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বয়স চুরির অভিযোগ

অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল শুরু

প্রকাশিত: ০৬:১০, ২৪ এপ্রিল ২০১৭

অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ১০ বছর পর মাঠে গড়িয়েছে অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে আসর। উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বিকেএসপির সঙ্গে ১-১ গোলে ড্র করে রংপুর জেলা। আরেক ম্যাচে রাজশাহী জেলাকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ঢাকা জেলা। প্রতিযোগিতা মাঠে গড়ালেও বয়স চুরির অভিযোগ এসেছে ফুটবলারদের বিরুদ্ধে। এর আগেও অ-১২ ও অ-১৩ ইভেন্টে বয়স চুরির অভিযোগ উঠেছিল। এবারও একই অভিযোগ অ-১৮ জাতীয় ফুটবলে। প্রাথমিক পর্ব শেষে চূড়ান্ত পর্বে এসে বয়স চুরির অভিযোগ আমলে নিচ্ছে বাফুফে। এরই প্রেক্ষিতে টুর্নামেন্টের ৫০ খেলোয়াড়কে বাদ দেয়া হয়েছে বয়স চুরির অভিযোগে। এর ফলে টুর্নামেন্টও হয়েছে বিবর্ণ। সবচেয়ে বেশি খেলোয়াড় বাদ পড়েছে ঢাকা জেলা থেকে। ১২ জন। চট্টগ্রাম দল থেকে বাদ ১০ জন। বাকি পাঁচ জেলা দলের পাঁচ-ছয়জন করে ছাঁটাই হয়েছেন। শুরু স্বাধীনতা কাপ কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে বসুন্ধরা প্রেজেন্টস স্বাধীনতা কাপ কাবাডি ২০১৭’র চূড়ান্ত পর্বের খেলা। উদ্বোধনী দিনে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ জেল ও বাংলাদেশ পুলিশ। পাঁচদিনব্যাপী এই আসরে দু’টি গ্রুপে ১০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, একেএম শহীদুল হক, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল মোঃ মাহবুব হায়দার খান (অব.)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম।
×