ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইন্টারের হার

প্রকাশিত: ০৬:০৯, ২৪ এপ্রিল ২০১৭

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইন্টারের হার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে শনিবার ফিওরেন্টিনার মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান। তবে ফিওরেন্টিনার মাঠ থেকে ৫-৪ গোলের নাটকীয় হার নিয়ে বাড়ি ফিরেছে ইন্টার। এই ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন মাওরো ইকার্দি। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে গেল তা। সেইসঙ্গে এই হারের ফলে ইউরোপা লীগে খেলার আশাও প্রায় শেষ হয়ে গেল ইতালিয়ান সিরি’এ লীগের এক সময়ের জায়ান্ট ক্লাব ইন্টার মিলানের। ফিওরেন্টিনার মাঠে এদিন আতিথ্য নেয় ইন্টার। শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে দুই দল। তবে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরাই। ম্যাচ শুরুর ২৩ মিনিটে মাটিয়াস ভেসিনো গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান। তবে এই উচ্ছ্বাসের রেশ খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফিওরেন্টিনা। ২৮ মিনিটেই সফরকারীদের সমতায় ফেরান ইভান পেরিসিক। ৩৪ মিনিটে আবারও গোল করে ইন্টার মিলানকে এগিয়ে দেন মাওরো ইকার্দি। এর ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিলান। বিরতির পরই যেন জ্বলে ওঠে স্বাগতিক ফিওরেন্টিনা। ৬২ মিনিটে ডেভিড এ্যাস্টোরি গোল করে ফিওরেন্টিনাকে সমতায় ফেরানোর দুই মিনিট পর দারুণ এক গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মাটিয়াস ভেসিনো। এরপরই খৌমা বাবাকার শো। ৭০ এবং ৭৯ মিনিটে প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ান তিনি। আর তাতেই ৫-২ ব্যবধানে এগিয়ে যায় ফিওরেন্টিনা। সেইসঙ্গে জয়-উদযাপনে ব্যস্ত হয়ে পড়েন স্বাগতিক সমর্থকরা। তবে ম্যাচের রোমাঞ্চ কিন্তু তখনও শেষ হয়নি। বিশেষ করে ৮৮ মিনিটে ইকার্দি গোল করলে আবারও নড়েচড়ে বসে সফরকারী দলের সমর্থকরা। অতিরিক্ত সময়ে (৯০+১) ইকার্দি হ্যাটট্রিক পূর্ণ করলে যেন আরও জমে যায় দুই দলের লড়াই। কিন্তু এরপর আর কোন গোল করতে না পারলে ফিওরেন্টিনার কাছে ৫-৪ গোলের রোমাঞ্চকর হার নিয়েই বাড়ি ফিরতে হয় ইন্টার মিলানের। অন্যদিকে বৃথা যায় মাওরো ইকার্দির হ্যাটট্রিকও। দীর্ঘ ১৬ বছর পর ইন্টারের প্রথম কোন খেলোয়াড় হিসেবে এ্যাওয়ে ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ইকার্দি। তার আগে ইন্টার মিলানের জার্সিতে সর্বশেষ এ্যাওয়ে ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ান ভিয়েরির দখলে। ২০০১ সালে প্রতিপক্ষের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। কিন্তু শনিবার ইকার্দির হ্যাটট্রিকও দলের জয়ে ভূমিকা রাখতে পারেনি। ফিওরেন্টিনার বিপক্ষে হারের ফলে ৩৩ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি’এ লীগের সপ্তম স্থানে অবস্থান করছে ইন্টার মিলান। সমানসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে ফিওরেন্টিনার অবস্থান অষ্টম। শীর্ষে যথারীতি জুভেন্টাস। গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে যারা। মৌসুমের প্রথম ৩২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে আবারও সিরি’এ লীগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। দুইয়ে থাকা রোমার সংগ্রহে ৭২ পয়েন্ট। অর্থাৎ দুই দলের পয়েন্ট ব্যবধান আট।
×