ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমলার ব্যাটে পাঞ্জাব হারাল গুজরাটকে

প্রকাশিত: ০৬:০৮, ২৪ এপ্রিল ২০১৭

আমলার ব্যাটে পাঞ্জাব হারাল গুজরাটকে

স্পোর্টস রিপোর্টার ॥ আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও দলের হার দেখতে হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবার হাফ সেঞ্চুরি করে পাঞ্জাবকে জেতালেন সেই হাসিম আমলা। রবিবার দিনের প্রথম খেলায় গুজরাট লায়ন্সকে ২৬ রানে হারাল তার দল। ৯ চার ও ২ ছক্কায় ৪০ বলে আমলার ৬৫ রানের দারুণ ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রানের ‘ফাইটিং’ স্কোর গড়ে পাঞ্জাব। অক্ষর প্যাটেল ৩৪ ও অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩১ রান। জবাবে সমান ৭ উইকেটে ১৬২তে থামে সুরেশ রায়নার গুজরাট। ৪৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। রায়না ৩২ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। বিজয়ী দলের হয়ে দুটি করে উইকেট নেন সন্দীপ শর্মা, কেসি কারিয়াপ্পা ও অক্ষর প্যাটেল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরিটা ছিল আমলার যে কোন ধরনের টি২০তে প্রথম সেঞ্চুরি, বহুল কাক্সিক্ষত ‘তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার’। ৬০ বলের ৮ চার ও ৬ ছক্কায় সেদিন খেলেন অপরাজিত ১০৪ রানের দুর্দান্ত ইনিংস। যদিও ম্যাচটা হারতে হয়েছিল। কালকের জয়ে প্রোটিয়া তারকার দুঃখ কিছুটা লাঘব হলো। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি অবশ্য দিল্লী ডেয়ার ডেভিলসের সঞ্জু স্যামসনের। ওদিকে টেবিলের তলানিতে থাকা গুজরাটের জন্য দুঃসংবাদ ডোয়াইন ব্রাভোর ইনজুরি। গত ডিসেম্বরে বিগ ব্যাশে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি সারেনি। অধিনায়ক রায়না বলেন, ‘ডোয়াইন খেলতে পারছে না। সে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে, এটা কমপক্ষে তিন-চার সপ্তাহ লেগে যেতে পারে। সুতরাং আমাদের এখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে এবং তার বদলি খেলোয়াড়ের কথা ভাবতে হবে।’ অথচ এবার তলানিতে থাকা গুজরাট গতবার (২০১৬) আইপিএল অভিষেকেই লীগ পর্যায় শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে, জিতেছিল ১৪ ম্যাচের ৯টি। ১৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। যদিও তারা ফাইনালে খেলতে পারেনি।
×