ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্যামাইকা টেস্ট

আমিরের অনেক অপেক্ষার ৫ উইকেট

প্রকাশিত: ০৬:০৮, ২৪ এপ্রিল ২০১৭

আমিরের অনেক অপেক্ষার ৫ উইকেট

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় সাত বছর পর টেস্টে ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন মোহাম্মদ আমির। এতটুকু জানলে অনেকেই অবাক হবেন। ভাববেন, এমন তুখোড় পেসারের এটা কি করে সম্ভব? বাস্তবতা হচ্ছে এর মধ্যে পাঁচ বছরই যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন। তারচেয়েও বিস্ময়ের দুর্ধর্ষ ফর্ম নিয়ে ফিরে আসার পর ‘৫’র জন্য ২০ ইনিংসের অপেক্ষা। জ্যামাইকা টেস্টের বিষ্টিবিঘিœত দ্বিতীয়দিনে খেলা হয়েছে মাত্র ১১.৩ ওভার। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৭৮। দিনের দুটি উইকেটেই নেন আমির। আগের দিনের ৩ মিলিয়ে পূর্ণ করেন দীর্ঘ অপেক্ষার ‘৫’ শিকার। ২৬ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে আমিরের এটি চতুর্থবারের মতো ৫ উইকেট, যার মধ্যে চারবারই নিষিদ্ধ হওয়ার আগে। ২০১০ সালের বহুল আলোচিত সেই লর্ডস টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। সবমিলিয়ে অপেক্ষাটা প্রায় সাত বছরের। লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে তার সঙ্গে আরও নিষিদ্ধ হন তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং আরেক পেসার মোহাম্মদ আসিফ। জ্যামাইকায় দ্বিতীয়দিনে ছিল বৃষ্টির উৎপাত। তার ওপর মাঠের কাভার ছিঁড়ে গিয়ে আউট ফিল্ডে পানি ঢুকে পড়ায় খেলা বন্ধ চার ঘণ্টা। এত পরিচর্যায় বল মাঠে গড়ানোর পর খেলার দৈর্ঘ্য ছিল ১১.৩ ওভার। আবার বৃষ্টি। শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। বৃষ্টিস্নাত দিনের বড় খবর তাই আমিরের এই ৫ উইকেট-কীর্তি। ঘরোয়া কায়েদ-ই-আযম, বিপিএল, পিএসএলে আগুন ঝড়ানো বোলিংয়ের পর গত বছরের শুরুর দিকে জাতীয় দলে ফিরতে খুব একটা কষ্ট হয়নি। ২-৪ উইকেট করে পাচ্ছিলেন। তবে দেশের জার্সিতে ফেরার পর ঠিক সেই আমিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিষিদ্ধ হওয়ার আগে যার মাঝে গ্রেট ওয়াসিম আকরামের ছাঁয়া দেখতেন সবাই। ফেরার পর ইনিংসে সেরা বোলিং ছিল ৪/৯৭, গত ডিসেম্বরে, অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেন টেস্টে। এ সময়ে ৩ উইকেট পেয়েছেন তিন বার, ২ উইকেট করে ৬ বার। অধিনায়ক মিসবাহ-উল হক সবসময় পাশে ছিলেন, কোচ মিকি আর্থারও। দু’জনেই বলেছেন, সেরা ফর্মে ফিরতে কিছুটা সময় লাগবে। আমির নিজেও নিশ্চই হতাশ ছিলেন। প্রায়শ্চিত্ত করতে থাকা আলোচিত বাঁহাতি পেসার অবশেষে দেখা পেলেন সেই আরাধ্য ৫ উইকেটের। প্রথমদিন শেষেই ২৮ রানে ৩ উইকেট নিয়ে অপেক্ষায় ছিলেন। দ্বিতীয়দিন ১১.৩ ওভারের মধ্যেই তিনি বল করেছেন ৫.৩ ওভার। সাজঘরে ফিরিয়েছেন দেবেন্দ্র বিশু (২৮) আর আলজারি জোসেফকে (০)। ইনিংসে আমিরের বোলিং ২৪.৩-১১-৪১-৫। ২৪৪/৭ নিয়ে শুরু করা ক্যারিবীয়দের সংগ্রহ ২৭৮/৯। রোস্টন চেজ আর শেন ডাওরিচের পর হাফ সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। ৫৫ রানে অপরাজিত ক্যারিবীয় অধিনায়ক। তবে বৃষ্টি টেস্টটিকে হয়ত ড্রয়ের দিকেই নিয়ে যাচ্ছে।
×