ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা চার ম্যাচে জয়বঞ্চিত কার্লো আনচেলত্তির দল

কী হয়েছে বেয়ার্ন মিউনিখের?

প্রকাশিত: ০৬:০৭, ২৪ এপ্রিল ২০১৭

কী হয়েছে বেয়ার্ন মিউনিখের?

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলে বেয়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সর্বত্রই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে জার্মান জায়ান্টরা। কিন্তু মৌসুমের শেষের দিকে এসেই যেন খেই হারিয়ে ফেলে বেয়ার্ন। গত সপ্তাহেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে ৬-৩ গোলে হার মানে তারা। শনিবার বুন্দেসলিগাতে মেইঞ্জের সঙ্গেও ২-২ গোলে ড্র করে বেয়ার্ন। এর ফলে শেষ চার ম্যাচে জয়বঞ্চিত কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ্যালিয়েঞ্জ এ্যারেনায় ম্যাচের শুরু থেকেই এদিন দাপট দেখায় মেইঞ্জ। ম্যাচ শুরুর ৩ মিনিটেই কিরকিচ পেরেজের গোলে প্রথমে এগিয়ে যায় মেইঞ্জ। তবে প্রথমার্ধের ১৬ মিনিটে আরিয়েন রোবেনের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। প্রথমার্ধের ৪০ মিনিটে আবারও এগিয়ে যায় সফরকারীরা। এবার পেনাল্টিতে গোল করে মেইঞ্জকে এগিয়ে দেন ড্যানিয়েল ব্রোসিনস্কি। কিন্তু ৭৩ মিনিটে থিয়াগো আলকানতারা গোল করলে ড্রয়ে শেষ হয় ম্যাচটি। তবে মেইঞ্জের সঙ্গে ড্র করলেও শিরোপা নিজেদের করে রাখতে খুব একটা সমস্যা নেই বেয়ার্ন মিউনিখের। কেননা দ্বিতীয় স্থানে থাকা লিপজিগের চেয়ে এখনও যে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে কার্লো আনচেলত্তির দল। মৌসুমের প্রথম ৩০ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে এখনও সবার ওপরে অবস্থান বেয়ার্ন মিউনিখের। এক ম্যাচ কম খেলা লিপজিগের সংগ্রহে ৬১ পয়েন্ট। জার্মান বুন্দেসলিগায় এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের ৩০ ম্যাচ থেকে সংগ্রহ ৫৬ পয়েন্ট। এদিকে মেইঞ্জের সঙ্গে ড্র করেও সন্তুষ্ট বেয়ার্ন মিউনিখের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। তার মতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের ধাক্কা সামলিয়ে ওঠা ছিল সত্যিই কঠিন ব্যাপার। এ বিষয়ে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এই ম্যাচে পারফর্ম করাটা খুব সহজ ছিল না। কিন্তু তারপরও আমরা ভাল পারফর্ম করেছি।’ বুন্দেসলিগায় বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ আনচেলত্তির বিশ্বাস তার দল সেই ম্যাচে আরও ভাল করবে। এ বিষয়ে তিনি বলেন, ‘মেইঞ্জের বিপক্ষে আমরা আরও ভাল আশা করেছিলাম। কিন্তু তা হয়ে ওঠেনি। তবে আমি নিশ্চিত বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে আরও ভাল পারফর্ম করব আমরা। সেই ম্যাচের প্রস্তুতির জন্য আমরা সময় পাচ্ছি, তাই আশা করি নিজেদের সেরাটাই ঢেলে দিতে পারব।’ বেয়ার্ন-মেইঞ্জের ম্যাচটি ড্র হলেও এদিন জয় নিয়ে মাঠ ছেড়েছে বরুশিয়া ডর্টমুন্ড, হার্থা বার্লিন, ওয়ের্ডার ব্রেমেন এবং এইনট্রাখট।
×