ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মাশরাফিরা

প্রকাশিত: ০৬:০৪, ২৪ এপ্রিল ২০১৭

বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। মাঝখানে আর মাত্র দুইদিন বাকি। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে ইংল্যান্ড উড়াল দেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। বুধবার মধ্যরাতে সাসেক্সে যাবেন দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ চলছে। এ লীগের চতুর্থ রাউন্ড শুরু হবে বুধবার। বুধবারই তিনটি দলের ম্যাচ রয়েছে। ম্যাচগুলোতে জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নেবেন। এই ম্যাচটিই এবার লীগে তাদের শেষ ম্যাচ হতে চলেছে। বুধবার ম্যাচ খেলে মধ্যরাতেই ইংল্যান্ডের সাসেক্সের বিমানে চড়বেন ক্রিকেটাররা। শুরুতে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে মাশরাফিবাহিনী। এরপর আয়ারল্যান্ড চলে যাবে। সেখানে গিয়ে তিনজাতি সিরিজ খেলবে। তিনজাতি সিরিজ শেষে আবার ইংল্যান্ড আসবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। সাসেক্সে গিয়েও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১ মে ডিউক অব নোরফলকের বিপক্ষে এবং ৫ মে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে চলে যাবে দল। আয়ারল্যান্ডে ৭ মে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড খেলবে। ১২ ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে শুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যদি বাংলাদেশ সেমিফাইনালে খেলে তাহলে ম্যাচ বাড়বে। না হলে এখানেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে যাবে। আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ড সফরের ১৮ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। দুই দলেই ফিরেছেন পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেন। তবে বাদ পড়েছেন শুভাগত হোম ও মোহাম্মদ সাইফউদ্দিন। নাসিরের মতোই অবস্থা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার শুভাশীষ রায়ের। আয়ারল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে নাসির, সোহান, শুভাশীষ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। স্ট্যান্ডবাই হিসেবে তিনজনই থাকছেন। শ্রীলঙ্কা সফরে টি২০ খেলা মোহাম্মদ সাইফউদ্দিনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন। তবে সোহানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গেই রাখা হবে। বুধবার মধ্যরাতে দলের সঙ্গে শুধু থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। তাছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, রুবেল হোসেন থাকছেন। এ পুরো সফরে কন্ডিশন একটা চ্যালেঞ্জ হয়ে ধরা দিতে পারে। কিন্তু অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তা মনে করছেন না। ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ক্যারিয়ার শুরু করা মিরাজ কারণ জানালেন নিজেই, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ইংল্যান্ডে পেসারদের ওপর বেশি প্রত্যাশা থাকবে। সেখানে যদি চ্যালেঞ্জ নিয়ে ভাল করতে পারি তা আমার জন্য এ্যাডভান্টেজ হবে। সেটা করতেও পারব ইনশাল্লাহ। কারণ দেশের মাটিতে তাদের (ইংল্যান্ড) বিপক্ষে আমি ভাল করেছি, সেই চিন্তাটা মাথায় থাকবে। তাই খানিকটা হলেও এগিয়ে থাকব।’ র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা যখন নিশ্চিত করেছে বাংলাদেশ, তখন অনুর্ধ-১৯ দলে খেলেন মিরাজ। কিন্তু তখন থেকেই এ টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখেন। এ নিয়ে মিরাজ বলেন, ‘যখনই আমি শুনেছি বাংলদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে, তখন থেকেই এখানে খেলার স্বপ্ন দেখছি। আল্লাহর রহমতে আমি সুযোগ পেয়েছি দলে। যদি একাদশে খেলতে পারি তাহলে একধাপ আরও এগিয়ে যাওয়া হবে।’ সেই স্বপ্ন নিয়ে মিরাজ বুধবার মধ্যরাতে ইংল্যান্ড উড়াল দেবেন। উড়াল দেবেন দলের বাকি ক্রিকেটাররাও।
×