ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সম্পর্ক যখন দ্বিধায়

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ এপ্রিল ২০১৭

সম্পর্ক যখন দ্বিধায়

আকিল জামান ইনু হঠাৎ করেই ভাললাগার মানুষটির কোন কিছুই যেন আর ভাললাগে না। কি কারণ তা ঠিক বোঝা যাচ্ছে না তবে সম্পর্কটা আর আগের মতো ভাল নেই। কথায় কথায় ঝগড়া হচ্ছে তার সঙ্গে। কথা নেই, বার্তা নেই রাস্তাঘাটে মানুষজনের সামনেই ঝগড়া করার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু আগে তো এমন ছিল না সম্পর্কটা! কত মিষ্টি সম্পর্ক ছিল আগে। ঝগড়া হওয়া তো দূরে থাক সারাক্ষণই কথা বলা আর হাসাহাসি করে সময়গুলো কেটে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই যেন আগ্রহ হারিয়ে ফেলেছে সম্পর্কের প্রতি। একঘেয়ে হয়ে গিয়েছে সম্পর্কটি। অনেক সময় দেখা যায় সামান্য কিছু ভুলের কারণে মধুর সম্পর্কের বিচ্ছেদ ঘটে। আপনার সম্পর্ক তাই আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তি স্বাধীনতাকে সম্মান নতুন নতুন সম্পর্ক হলে সারাক্ষণই দেখা করতে মন চায়। যতক্ষণ দেখা না হয়, ততক্ষণ ফোনে কথা হয়। ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না। এই ভুলটা নতুন প্রেম করার সময় অনেকেই করে থাকেন। কিছু সময় সঙ্গীকে একা ছাড়ুন। এই সাময়িক দূরত্ব আপনাদের সম্পর্ককে পাকাপোক্ত করবে। দোষ স্বীকার করতে রাজি নন নতুন নতুন প্রেম করলে সবাই মনে করে, সব সময় শুধু প্রেমই থাকবে, কোন ধরনের ঝামেলা হবে না। তা কী হয়? আর কোন সমস্যায় পড়লে কখনই কেউ দোষ স্বীকার করতে রাজি হয় না। সেখানেই ভুলটা হয়। এই ইগো সমস্যার কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। ত্যাগের মনমানসিকতা রাখুন। একে অন্যকে বদলানোর চেষ্টা সবাই চায়, সঙ্গী যেন তার মনমতো হয়। তাই সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই নিজের মতো করে সঙ্গীকে পরিবর্তনের জন্য বার বার চাপ দেয়। কেউ কেউ সঙ্গীর কারণে নিজেকেও পরিবর্তন করে ফেলে। আর যারা অপরিবর্তিত থাকতে চায়, তাদের সম্পর্কই টেকে না। এ ক্ষেত্রে ছাড় দেয়ার এবং বুঝদার মনমানসিকতা খুবই জরুরী। আক্রমণাত্মক আচরণ অনেক সময় সঙ্গীর আক্রমণাত্মক আচরণের কারণে বিচ্ছেদ ঘটে থাকে। আর এই ঘটনা বেশিরভাগ সময়ই নতুন প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে ঘটে থাকে। অতিরিক্ত ঝগড়া ভালবাসার সম্পর্কে প্রেমিক-প্রেমিকার মাঝে ছোটখাটো ঝগড়া হতেই পারে। কিন্তু তা যদি নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায় এবং খুব বাজেভাবে ঝগড়া হয় তাহলে সম্পর্ক টিকিয়ে না রাখাই বুদ্ধিমানের কাজ। প্রেমিক-প্রেমিকার মধ্যে যদি নিয়মিত উচ্চস্বরে ঝগড়াঝাটি, মারামারি কিংবা গালাগালির মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বুঝবেন এই সম্পর্কটি ভেঙে ফেলাই উচিত আপনার জন্য। গালাগাল করা কখনও ভালবাসার প্রকাশ হতে পারে না। ছলনা প্রেমের সম্পর্কে যে কোন একজনের প্রতারণা ধরা পড়লে সেই সম্পর্কটি ভেঙে ফেলাই উচিত। প্রেমিক-প্রেমিকা একবার প্রতারণা করলে তাকে আর সুযোগ দেয়াটা রীতিমতো বোকামি। কারণ হাজার বার মাফ চাইলেও আপনি তাকে আর বিশ্বাস করতে পারবেন না। ফলে সম্পর্কে সন্দেহ ঢুকে যাবে এবং অশান্তি সৃষ্টি হবে। তাছাড়া যে একবার করতে পারে সে বার বার করতে পারে। যোগাযোগের অভাব শুরুর দিকে প্রেমের প্রথম সময়গুলোতে স্বাভাবিকভাবেই অনেক বেশি যোগাযোগ হয়। কিন্তু ধীরে ধীরে তা কিছুটা কমে যায়। কিন্তু যোগাযোগের পরিমাণ যদি অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে সেটা অবশ্যই ভেবে দেখার মতো বিষয়। কারণ দুজনের সঙ্গে দুজনের দেখা করা ও কথা বলার ইচ্ছাটা অনুভূতির ব্যাপার। তাই যোগাযোগ একেবারেই কমে গেলে বুঝে নিতে হবে দুজনের প্রতি দুজনের আগ্রহ কমে গিয়েছে। এক্ষেত্রে সম্পর্কটি টিকিয়ে না রাখাই ভাল। দ্বিধা দুটি মানুষ প্রেম করা মানেই এক সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখা। কিন্তু আপনাদের সম্পর্কটা যদি একসঙ্গে নিশ্চিন্ত ভবিষ্যত নিয়ে চিন্তা করার মতো না হয় তাহলে সম্পর্কটাকে এগিয়ে নেয়াটা ভুল হবে। একঘেয়েমি প্রেমের সম্পর্কে যদি একঘেয়েমি ও বিষণœতা ভর করে তাহলে সেই সম্পর্ক ভেঙে ফেলুন। কারণ এই সম্পর্ক টিকিয়ে রাখলে নিজের মানসিক ও শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লুকোচুরি প্রেমিক-প্রেমিকার মধ্যে যদি যে কোন একজন লুকোচুরি করে তাহলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুজনের কাছে দুজন স্বচ্ছ না থাকলে সম্পর্কের অবনতি ঘটে এবং মনে সন্দেহের জন্ম হয়। ফলে সেই সম্পর্কটি টিকিয়ে রাখা মুশকিল হয়।
×