ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব টিকাদান সপ্তাহ শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ এপ্রিল ২০১৭

বিশ্ব টিকাদান সপ্তাহ শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব টিকাদান সচেতনতা সপ্তাহ শুরু হবে আজ সোমবার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে। জনগণের মনে টিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সমাজে টিকার ব্যাপক চাহিদা সৃষ্টি করা এবং সকল পর্যায়ে টিকাদান কভারেজ বৃদ্ধির উদ্দেশে বিশ্ব টিকাদান সপ্তাহ পালিত হবে। এই সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘টিকা শিশুর জীবন বাঁচায়।’ রবিবার স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআর ভবনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদফতরের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম সরকার, ডাঃ মোঃ শামসুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে উচ্চ টিকাদান কভারেজ বজায় রেখে শিশু মৃত্যু ও পঙ্গুত্বরোধকল্পে বিশেষ ভূমিকা রাখার জন্য বিশ্বে ইপিআই কর্মসূচীর সাফল্য ব্যাপকভাবে স্বীকৃত ও সমাদৃত। ইপিআই এর আওতায় ১ বছরের নিচের শিশুদের মাঝে প্রথম টিকা গ্রহণের হার প্রায় শতকরা ৯৯ ভাগ, যা ১৯৮৫ সালে মাত্র ২ শতাংশ ছিল। সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা সমন্বয়ে ইপিআই ব্যাপক সাফল্য অর্জন করেছে। যেগুলোর মধ্যে রয়েছে ২০০৬ সালের নবেম্বর মাস থেকে দেশকে পোলিও মুক্ত অবস্থা বজায় রেখে ২০১৪ সালের মার্চে দক্ষিণ পূর্ব এশিয়ার অপরাপর দেশের সঙ্গে পোলিও মুক্ত সনদ অর্জন, ২০০৮ সালে মা ও নবজাতক ধনুষ্টঙ্কার দূরীকরণ লক্ষ্যমাত্রা অর্জন এবং ইপিআই কর্মসূচীতে নিয়মিত টিকাদান কার্যক্রমের আওতায় নতুন নতুন টিকা সংযোজন। ইপিআই এর সাফল্যের মূলে রয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক অঙ্গীকার, দেশের শক্তিশালী স্বাস্থ্য অবকাঠামো এবং উন্নয়ন সংস্থাসমূহের কার্যকরি সহযোগিতা। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিশ্ব টিকাদান সপ্তাহ পালনে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে প্রেসব্রিফিং ও আনুষ্ঠানিক উদ্বোধন, টেলিভিশনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক আহ্বান জানানো, বিভাগ, জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে এডভোকেসি সভার আয়োজন, মাঠকর্মীদের বাড়ি পরিদর্শনের মাধ্যমে রুটিন টিকাদান কার্যক্রমে হাম-রুবেলা টিকা থেকে বাদপড়া ও আংশিক বাদপড়া শিশু শনাক্ত করে তাদের নিয়মিত টিকাদান সেশনের মাধ্যমে টাকা প্রদান।
×