ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ ভার্সিটির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত: ০৫:৫২, ২৪ এপ্রিল ২০১৭

নর্থ সাউথ ভার্সিটির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শেষ হলো আন্তঃবিশ^বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। এই বিশ^বিদ্যালয় ডিবেট ক্লাবের আয়োজনে প্রতিযোগিতার বাংলা এবং ইংরেজী পর্বে আলাদাভাবে দেশের ৪০টি বিশ^বিদ্যালয়ের ৮২টি দলে ৬শ’ বিতার্কিক অংশ নেয়। প্রতিযোগিতার ইংরেজী পর্বে চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং রানার-আপ হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। বাংলা পর্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রানার-আপ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট)। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুর রব খান, স্কুল অব বিজনেস এবং ইকনোমিক্স অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফউদ্দিন আহমেদ, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নোভা আহমেদ। -বিজ্ঞপ্তি মাইক্রোসফট ইমাজিনের তালিকাভুক্ত হলো স্টামফোর্ড ভার্সিটির সিএসই বিভাগ মাইক্রোসফট ইমাজিন একটি সফটওয়্যার লাইসেন্সিং প্রোগ্রাম যা বিশ্বের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিগুলোকে শিক্ষা ও গবেষণার জন্য ফ্রি প্রিমিয়াম মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স দিয়ে থাকে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (সিএসই) এখন মাইক্রোসফট ইমাজিন তালিকাভুক্ত একটি বিভাগ। এই প্রোগ্রামের আওতায় বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তারা একশ’রও বেশি সর্বশেষ মাইক্রোসফট সফটওয়্যার তিনবছরের জন্য বিনামূল্যে ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করতে পারবে। -বিজ্ঞপ্তি
×