ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৮৯ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি

প্রকাশিত: ০৫:৫২, ২৪ এপ্রিল ২০১৭

২৮৯ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি

বিশেষ প্রতিনিধি ॥ সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ২৮৯ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার ২৬৭ কর্মকর্তার পদোন্নতির আদেশ জারি করা হয়। এছাড়া ২২ কর্মকর্তা লিয়েন ও প্রেষণে থাকায় তাদের আদেশ জারি করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন করে ২২তম ব্যাচের (২০০৩) কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে, পদোন্নতি পাওয়া বেশিরভাগ কর্মকর্তাই ওই ব্যাচের। এছাড়া পুরনো ব্যাচের পদোন্নতি বঞ্চিত হাতেগোনা কয়েকজন কর্মকর্তাকেও উপসচিব করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ নবেম্বর একসঙ্গে জনপ্রশাসনের ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। ওই সময় ২০৫ জ্যেষ্ঠ সহকারী সচিব পদোন্নতি পেয়ে উপসচিব হন। নতুন করে ২৮৯ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭৩। যদিও উপসচিবের স্থায়ী পদের সংখ্যা সাড়ে আট শ’। পদোন্নতি পাওয়া আদেশ জারি করা তালিকার মধ্যে ১৯৮ কর্মকর্তা, অর্থাৎ ৭৪ দশমিক ১৬ শতাংশই প্রশাসন ক্যাডারের। সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২’ অনুযায়ী, উপসচিব পদের পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭৫ শতাংশ এবং অন্য ২৬ ক্যাডারের কর্মকর্তাদের জন্য ২৫ শতাংশ পদ নির্দিষ্ট করা আছে। প্রশাসন ক্যাডারের বাইরে কৃষি ক্যাডারের পাঁচ, আনসারের তিন, নিরীক্ষা ও হিসাবের চার, সমবায়ের পাঁচ, ইকোনমিক ক্যাডারের ছয়, মৎস্যের পাঁচ, খাদ্যের দুই, সাধারণ শিক্ষার আট, তথ্যের চার, প্রাণিসম্পদের ছয়, ডাকের তিন, গণপূর্তের চার, রেলওয়ের তিন, পরিসংখ্যানের দুই, করের তিন, জনপথের দুই কর্মকর্তা ছাড়াও টেলিযোগাযোগ, শুল্ক ও আবগারী, বন এবং ট্রেড ক্যাডারের একজন করে কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে এবার। রবিবার বিকেলে পদোন্নতির আদেশ জারির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভিড় করেন কর্মকর্তরা। নোটিসবোর্ডে পদোন্নতির আদেশ টাঙানোর পর অনেকেই ফোনে খবর জানান অন্যদের। বরাবরের মতো এবারের পদোন্নতিতেও শীর্ষ কর্মকর্তাদের একান্ত সচিবরা (পিএস) পদোন্নতির তালিকায় স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রীর এক এপিএস ছাড়াও এক মন্ত্রী, এক প্রতিমন্ত্রী, এক উপমন্ত্রীর পিএস এবং নয় সচিবের পিএসকে উপসচিব করা হয়েছে। প্রধানমন্ত্রীর এপিএস কাজী নিশাত রসুল, কৃষিমন্ত্রীর পিএস মোহাম্মদ শাহজালাল, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিএস মোঃ মঞ্জুরুল হাফিজ এবং পরিবেশ ও বন উপমন্ত্রীর পিএস শাহ মোমিন পদোন্নতি পেয়েছে উপসচিব হয়েছেন। পিএসসি চেয়ারম্যানের পিএস মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুদক কমিশনারের পিএস সৈয়দ রবিউল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান এবং একটি সংসদীয় কমিটির চেয়ারম্যানের পিএস উত্তম কুমার ম-লকে উপসচিব করেছে সরকার। এছাড়া সেতু বিভাগের সচিবের পিএস মাহমুদ ইবনে কাসেম, শ্রম সচিবের পিএস হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের পিএস আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং দুদক সচিবের পিএস মোঃ নুরুল হক পদোন্নতি পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের পিএস কাজী শাহজাহান, কৃষি সচিবের পিএস মোঃ জিয়াউল হক, মন্ত্রিপরিষদ সচিবের পিএস এইচএম নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পিএস মোঃ শরিফুল ইসলাম, পরিবেশ ও বন সচিবের পিএস মোহাম্মদ গোলাম কিবরিয়াকেও উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।
×