ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে মুগডাল মেলা

প্রকাশিত: ০৫:৫০, ২৪ এপ্রিল ২০১৭

পটুয়াখালীতে মুগডাল মেলা

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে মুগডাল মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম শামিমূল হক সিদ্দিকী। এ সময় অর্থ ব্যবস্থাপনা, বাজার সংযোগ এবং মুগডাল বিপণন বিষয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ গঠনমূলক বক্তব্য রাখেন। এছাড়া মুগডাল শস্যের উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান ও চাষিরা মেলায় অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। -নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী হাইব্রিড ধানের জাত উদ্ভাবনে প্রযুক্তিগত সহয়তা দেবে চীন বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসের উপযোগী হাইব্রিড ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণের জন্য চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। সেই সঙ্গে কৃষকদের লাভবান করতে কম সময়ে চাষযোগ্য জলবায়ু সহিষ্ণু হাইব্রিড ধানের জাত সম্প্রসারণের কাজ করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীন ও বাংলাদেশের মধ্যে হাইব্রিড জাতের ধান উদ্ভাবন প্রযুক্তি সহযোগিতা প্রকল্পের প্রতিনিধিদের মাঠ দিবস ও আলোচনা সভায় এসব তথ্য জানান দুই দেশের প্রকল্প পরিচালকরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব গবেষণা খামারের গবেষণা মাঠ পরিদর্শন শেষে কৃষি অনুষদীয় সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চীনের চংকিং একাডেমি অব এগ্রিকালচার ও রাইস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক শিলাং ঝং-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান। -বাকৃবি সংবাদদাতা
×