ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেনিনসুলা চিটগাংয়ের ইপিএস কমেছে

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ এপ্রিল ২০১৭

পেনিনসুলা চিটগাংয়ের ইপিএস কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (১ জুলাই’১৭-৩১ মার্চ’১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৯২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৪ টাকা। ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৪৭ টাকা। ৩০ জুন,২০১৬ পর্যন্ত কোম্পানির এনএভিপিএস ছিল ৩১.১৬ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার পিপলস ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রথমে কোম্পানিটি ২৩ মে এজিএম করার ঘোষণা দিয়েছিল। অনিবার্য কারণে ওই তারিখ পরিবর্তন করে ৩০ মে নতুন তারিখ ঘোষণা করেছে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×