ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজিবাজার পাওয়ারের উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ এপ্রিল ২০১৭

শাহজিবাজার পাওয়ারের উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক রেজাকুল হায়দার পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রেজাকুল হায়দার পূর্ব ঘোষণা অনুযায়ী শাহজিবাজার পাওয়ারের ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এই উদ্যোক্তা ঘোষণা দেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। সূত্রে আরও জানা গেছে, কোম্পানিটির অপর একজন উদ্যোক্তা আকবর হায়দারও পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি কোম্পানির ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৭১ দশমিক ৯৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮ দশমিক ৩১ শতাংশ শেয়ার। স্পট মার্কেটে সেন্ট্রাল ইন্স্যুরেন্স অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ২৪ থেকে ২৫ এপ্রিল টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। প্রসঙ্গত, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল এর মধ্যে ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৮৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১ জুন।
×