ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার;###;মুক্তাগাছার বাচ্চু রাজাকারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন পেশ

খুলনার ২ রাজাকারের বিরুদ্ধে ওয়ারেন্ট, ৯ জনকে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ এপ্রিল ২০১৭

খুলনার ২ রাজাকারের বিরুদ্ধে ওয়ারেন্ট, ৯ জনকে হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার ডুমুরিয়া থানার দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে গ্রেফতার হওয়া অন্য ৯ রাজাকারকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। এই ১১ রাজাকারের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্য ১১ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ময়মনসিংহের মুক্তাগাছার রাজাকার সামসুল হক বাচ্চুর বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। এ মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশগুলো প্রদান করেছেন। এ সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশনপক্ষে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর জেয়াদ আল মালূম, প্রসিকিউটর হৃষিকেশ সাহা, আবুল কালাম, সাবিনা ইয়াসমিন খান চমন, শেখ মুশফিক কবির প্রমুখ। আদেশের পর প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী জানান, রবিবার ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয়েছে। একটি আবেদনে সম্প্রতি খুলনার একটি মামলায় গ্রেফতার হওয়া ৯ জনকে হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল এবং এ মামলায় অপর দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি এই মামলার ৯ আসামি গ্রেফতার হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছে। আদালত গ্রেফতার হওয়া নয়জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন। আর বাকি দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে আসামিদের হাজিরের নির্দিষ্ট কোন তারিখ দেয়া হয়নি। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে অগ্রগতি তদন্ত প্রতিবেদন আগামী ১১ জুলাই দাখিল করতে বলা হয়েছে বলেও জানান সৈয়দ হায়দার আলী। মামলাটি তদন্ত করছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন। আসামিদের বিরুদ্ধে ৯ জনকে হত্যা, লুণ্ঠন, আটকে রেখে নির্যাতন এমন দুটি অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত ২০ এপ্রিল রাত থেকে শুক্রবার সকল পর্যন্ত অভিযান চালিয়ে খুলনা থেকে সাত এবং ঢাকা ও গাজীপুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে খুলনায় মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি মামলায় জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানান তদন্ত সংস্থার কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলোÑ শেখ আবদুর রহিম (৬৮), শামসুর রহমান গাজী (৮২), জাহান আলী বিশ্বাস (৬৭), মোঃ শাজাহান সরদার (৬৭), আবদুল করিম শেখ (৬৫), আবু বক্কর সরদার (৬৭) ও রওশন আলী গাজী (৭২)। ঢাকার মোহাম্মদপুর থেকে মোঃ সোহরাব হোসেন (৬২) ও গাজীপুর থেকে নাজের আলী ফকির (৬৫) নামের আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়িও ডুমুরিয়ায়।
×