ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ এপ্রিল ২০১৭

দেশব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। কর্মশালায় প্রশিক্ষক রয়েছেন শিল্পী খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল, জোসেফ কমল রড্রিক্স, সালাউদ্দিন আহমেদ, খিল খিল কাজী, করিম হাসান খান, কল্পনা আনাম, নাসিমা শাহীন ফ্যান্সী, সুমন মজুমদার, রেজাউল করিম, মাহমুদুল হাসান ও বিজন চন্দ্র মিস্ত্রি। সংস্থার সাধারণ সম্পাদক নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল জানান, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান শুদ্ধভাবে প্রচার ও প্রসারের লক্ষ্যে আমরা দেশব্যাপী এ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি। এর ফলে শুদ্ধ সুর ও বাণীতে নজরুলের গান সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, ইতোমধ্যে গত জানুয়ারিতে যশোর ও বরিশালে দুটি সফল কর্মশালা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল থেকে শুরু হয়েছে যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশাল এই চারটি জেলায় সপ্তাহব্যাপী এই কর্মশালা। ভিডিওতে কাজী শুভ-নদীর ‘রঙিলা আকাশ’ স্টাফ রিপোর্টার ॥ কঠিন অসুখে হাসপাতালে ভর্তি হয়েছেন মারিয়া মিম। চিকিৎসক তার মনের মানুষ অন্ত করিমকে বলেছেন, বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ। স্বাভাবিক, প্রেমিকার জন্য মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন অন্ত। এগুতে থাকে জীবন আর ভালবাসার টানাপোড়েনের গল্প। এটি কাজী শুভ এবং নদীর গাওয়া একটি গানের ভিডিও গল্প। গানটির নাম ‘রঙিলা আকাশ’। যা সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এ মিজানের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান। আর এটির গল্প নির্ভর ইমোশনাল ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিউজিক ভিডিওর জনপ্রিয় দুই মুখ অন্তু করিম ও মারিয়া মিম। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, গান তো অনেকই করি। তবে সেই গানের গল্প ধরে ভাল মানের ভিডিওর সংখ্যা খুব বেশি নেই। সে হিসেবে এই ভিডিওটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। এদিকে মডেল-অভিনেতা অন্তু করিম বলেন, ‘রঙিলা আকাশ’ দারুণ একটা বিরহের গান। সঙ্গে গল্পটাও চোখে পানি আসার মতো। কাজটি দারুণ হয়েছে। আশা করছি সবার ভাল লাগবে।
×