ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পকলায় আজ থিয়েটারের ‘মেরাজ ফকিরের মা’

প্রকাশিত: ০৩:৫২, ২৪ এপ্রিল ২০১৭

শিল্পকলায় আজ থিয়েটারের ‘মেরাজ ফকিরের মা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে থিয়েটারের বহুল আলোচিত নাটক ‘মেরাজ ফকিরের মা’। আব্দুল্লাহ আল মামুন রচিত ও নির্দেশিত ‘মেরাজ ফকিরের মা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, মজিবর রহমান জুয়েল, তানজুম আরা পল্লী, মারুফ কবির, সাইফ জোয়ারদার, তোফা হোসেন প্রমুখ। নাটকের মঞ্চ পরিকল্পনায়-হাসান আহমেদ, আলোক পরিকল্পনায়- ঠান্ডু রায়হান, আবহসঙ্গীতে প্রদীপ কুমার নাগ। নাটকটি আজ শিল্পকলা একাডেমির কর্মচারী ইউনিয়নের ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে মঞ্চস্থ হবে। থিয়েটারের সাড়া জাগানো নাটক ‘মেরাজ ফকিরের মা’ নাটকের কাহিনি গড়ে উঠেছে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে। এক মায়ের গর্ভে জন্ম নিয়ে একজন মানুষ বেড়ে উঠেছে একটি নামে। দীর্ঘ ৩৯ বছর পর আকস্মিকভাবে সে জানতে পারে তার গর্ভধারিণী মায়ের ধর্ম আর তার ধর্ম এক নয়। ধর্ম পরিচয়ে যে ফারাক রচিত হয় তা কি মা-ছেলের সম্পর্ককে ফারাক করে দিতে পারে? ধর্মের ভিন্নতার কারণে ছেলে কি অস্বীকার করতে পারে তার মাকে? মানবিক সম্পর্ক আর বাহ্যিক আচার সর্বস্ব সম্পর্ক-দুইয়ের মধ্যে কোনটির রয়েছে নাড়ি ছেঁড়া টান? এমনি সব প্রœর উত্তর খোঁজা এবং মানবের স্বরূপ প্রকাশের চেষ্টা হয়েছে নাটকটিতে। এদিকে শিল্পকলার কর্মচারী নাট্য উৎসবে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবে শিল্পকলা একাডেমির এক্সপেরিন্টোল থিয়েটার হল এবং প্রধান হলে নাটক মঞ্চস্থ হবে। ‘শিল্প-সংস্কৃতি-সৃজনশীলতা, জয় জয় জয় মানবতা’ সেøাগান নিয়ে শুরু হতে যাওয়া এ উৎসবে দেশের ১০টি নাট্যদলের দর্শকনন্দিত ১০টি প্রযোজনা মঞ্চস্থ হবে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এসএম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
×