ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা শিক্ষকের বলাৎকার ॥ শিশু ছাত্র হাসপাতালে

প্রকাশিত: ০৩:৫১, ২৪ এপ্রিল ২০১৭

মাদ্রাসা শিক্ষকের বলাৎকার ॥ শিশু ছাত্র হাসপাতালে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসার ছাত্রকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক যৌন নির্যাতন করায়, রক্তক্ষরণের কারণে মুমূর্ষু অবস্থায় তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মজনু হাজীর ছেলে হাফেজ আবদুর রহিম পার্শ¦বর্তী সাদুল্ল্যাপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে রমজানুল হক রুমনসহ (৯) ৭ শিশুকে লিল্লাহ বোডিংয়ে রেখে কোরান শিক্ষা দেয়ার জন্য অভিভাবকদের কাছে প্রস্তাব দেন। অভিভাবকরা সম্মতি দিলে ৩ মাস আগে তিনি ওই ৭ শিশুকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে যান। সেখানে মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুর রহিম শিশুদের সঙ্গে যৌন নির্যাতন (বলাৎকার) করেন। ঘটনা জানাজানি হলে হাফেজ আবদুর রহিম মাদ্রাসা ছেড়ে পালিয়ে যান। শিশুরা অসুস্থ হয়ে পড়ার সংবাদ পেয়ে অভিভাবকেরা মাদ্রসায় গিয়ে তাদের বাড়িতে নিয়ে যান। অভিভাবক আলম হোসেন তার অসুস্থ শিশুপুত্রকে ২২ এপ্রিল বীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন শিশু রুমন জানায়, এ রকম ঘটনা মাদ্রাসার ছাত্র আরমান (১০) ও ফুল মিয়ার (১২) সঙ্গেও হুজুর করেছেন। রবিবার শিশু রুমনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বীরগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মাহামুদুল হাসান পলাশ জানান, শিশুটিকে বলাৎকার করায়, মলদ্বার ক্ষত ও রক্তক্ষরণের কারণে ঘায়ের সৃষ্টি ও পেটে ময়লা জমে জটিল সমস্যা হয়েছে। শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অর্ধশত যুবকের চাকরির সুযোগ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফাউন্ডেশন প্রধান কার্যালয় চত্বরে দিনব্যাপী এ কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ফাউন্ডেশন থেকে প্রশিক্ষিত প্রায় অর্ধশত যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ফাউন্ডেশনের সহকারী পরিচালক মনিরুজ্জামান স্বপন জানান, জাগরণী চক্র ফাউন্ডেশন ৩০ বছরের নিচের জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের জন্য পিকেএসএফের সহযোগিতায় ‘কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ কর্মসূচী’ বাস্তবায়ন করছে। দিচ্ছে সময়োপযোগী প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে করছে কাজের ব্যবস্থা। সাবেক সেনা সদস্য হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ এপ্রিল ॥ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট পশ্চিমপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য আতিয়ার রহমান খান হত্যাকা-ের এক বছরের বিচারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল ও আসামিদের গ্রেফতার দাবি করা হয়। পরে বাগাট ইউনিয়ন পরিষদ চত্বরে স্মরণসভা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। তিন শিবির কর্মীকে পুলিশে সোপর্দ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট এমসি কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রশিবির কর্মী তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। আটকৃতরা হচ্ছেÑ ফয়সল আহমদ, জহিরুল ইসলাম ও আশিক উল্যাহ। তারা সবাই এমসি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার মধ্যে ফয়ছল আহমদ ইংরেজী বিভাগের ছাত্র। জানা যায়, শনিবার গভীর রাতে এমসি কলেজ হোস্টেলে শিবির কর্মীরা গোপন বৈঠক করে কলেজের বিভিন্ন উপ-কমিটি গঠন করছিল।
×