ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫ বখাটে বন্ধুকে ছাড়াতে এসে ১১ জন শ্রীঘরে

প্রকাশিত: ০৩:৫০, ২৪ এপ্রিল ২০১৭

৫ বখাটে বন্ধুকে ছাড়াতে এসে ১১ জন শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে পাঁচ বখাটে বন্ধুকে ছাড়াতে এসে ১১ জনকে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের জানু ধুমারবাগান এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পাঁচজন বখাটে যুবক তাদের উত্ত্যক্ত করে। এ সময় এলাকাবাসী ওই পাঁচজন বখাটেকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলোÑ সোনামসজিদ এলাকার মির্জাপুর গ্রামের মুখলেসুরের ছেলে নাহিদ, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল, আবদুল কুদ্দুসের ছেলে আবদুর রাজ্জাক, শহিদুল ইসলামের ছেলে সুজন ও নরসিংহপুর ইংলিশ গ্রামের দিলশাদ আলীর ছেলে নাজমুল। রাতে পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে বখাটে পাঁচজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে রবিবার জেলহাজতে প্রেরণ করে পুলিশ। অপরদিকে রবিবার সকাল ১০টার দিকে ওই পাঁচজন বখাটে বন্ধুদের ছাড়াতে আসা ১১ জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ওই ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলো- সোনামসজিদ এলাকার মির্জাপুর গ্রামের মুখলেসুর রহমান পালানুর ছেলে নাইম, একই গ্রামের আরশাদের ছেলে মাযহারুল, খাইরুলের ছেলে বাদশা মিয়া, জমশেদের ছেলে নাজমুল হক, হুমায়নের ছেলে মুক্তার আলী, মোস্তফার ছেলে জামিরুল, বিশারতের ছেলে পলাশ, এনামুল হকের ছেলে সিরাজুল হক, আকতার হোসেনের ছেলে হযরত আলী, কর্ণখালী গ্রামের মফিজের ছেলে শরিফুল ইসলাম ও হাউসনগর গ্রামের তৈমুর রহমানের ছেলে আসমাউল হুসনা। কুমিল্লা সিটির স্থগিত দুই কেন্দ্রে ভোট কাল নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ এপ্রিল ॥ কুমিল্লা সিটি কর্পোরেশনের স্থগিত ঘোষিত দুটি কেন্দ্রে কাউন্সিলর পদে মঙ্গলবার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দুটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন দুই পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ভোটারসহ এলাকাবাসী। এদিকে স্থগিত দুই কেন্দ্রে সংঘটিত ঘটনার তদন্ত করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমান। রবিবার সকাল থেকে কুমিল্লা সার্কিট হাউসে এ তদন্ত অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দুই কেন্দ্রে নির্বাচনসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা, প্রার্থী ও এজেন্টদের বক্তব্য গ্রহণ করেন। জানা যায়, গত ৩০ মার্চ কুসিক নির্বাচনের দিন নগরীর ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর কুমিল্লা সরকারী সিটি কলেজ এবং ২৭নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মীরা ব্যাপক সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে। এ সময় নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের জিম্মি করে জাল ভোট প্রদান ও ব্যালট পেপার ছিনতাইসহ ব্যাপক সন্ত্রাসী কর্মকা-ের ঘটনা ঘটে। এতে এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণাসহ এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন।
×