ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে নারী হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৩:৫০, ২৪ এপ্রিল ২০১৭

যশোরে নারী হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে এক নারী হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে যশোর শহরের নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত ছায়া খাতুন (১৯) শার্শা উপজেলার ত্রিমোহিনী গ্রামের ইমান আলীর মেয়ে ও নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী। রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। জানা গেছে, শহরের নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী ছায়া হোটেল ভবনের তিনতলায় থাকতেন। রবিবার ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। পলাশবাড়িতে চাচাত ভাই নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে রবিবার সকালে পারিবারিক কলহের কারণে চাচাত ভাই জোবেদ আলীর লাঠির আঘাতে মোসলেম উদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছে। নিহত মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল প্রধানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির টিউবয়েলের পানি নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে চাচাত ভাই জোবেদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় জোবেদ আলী, তার ছেলে আনারুল হক ও মোনারুল হক মোসলেম উদ্দিনকে মারপিট করে। এক পর্যায়ে জোবেদ আলীর হাতে থাকা লাঠি দিয়ে মোসলেম উদ্দিনকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মোসলেম উদ্দিন মারা যায়। নোয়াখালীতে কোদালের আঘাতে এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সুখচর গ্রামে গিয়াস উদ্দিনকে (৬৫) কোদাল দিয়ে পিটিয়ে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইলিয়াছ ও সৌরবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তাদের বাড়ির সামনের চলাচলের রাস্তায় পানি জমে যায়। সকালে গিয়াস উদ্দিন স্থানীয় ইউপি মেম্বারের পরামর্শে প্রতিবেশীর পুকুরের পাড়ের মাটি কেটে পানি সরাতে গেলে তারা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ ইসমাইল ও সৌরব কোদাল দিয়ে বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাভারে ছাত্রীর রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, তিশা আক্তার (১১) নামের ৫ম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌর এলাকার জালেশ^র মহল্লায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পিছনে তালবাগ মহল্লার বাসিন্দা ভ্যানচালক আমিন মোল্লার মেয়ে সাভার কলকাকলী শিক্ষালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তিশা এদিন সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুপুরে জালেশ^র এলাকায় খালা লাইলী আক্তারের ভাড়া বাসার অষ্টম তলার ছাদ থেকে সে রহস্যজনকভাবে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাদের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙ্গে সেখানে তিশার ব্যবহৃত ওড়না, স্যান্ডেল ও ৬০ টাকা উদ্ধর করে। বরিশালে কলেজছাত্রী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর কাউনিয়ার একটি ফ্ল্যাট বাসা থেকে আছিয়া আক্তার পাখি (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাখির কথিত স্বামী আজমল হোসেন রুমন নামের বিএম কলেজের ইংরেজী বিভাগের শেষবর্ষের এক ছাত্রকে আটক করেছে। নারায়ণগঞ্জে খ-িত পা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নগরীর খানপুর জোড়াটাঙ্কি এলাকা থেকে মানুষের একটি খ-িত পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর মডেল থানা পুলিশ খ-িত পাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
×