ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৫দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশিত: ০২:৫১, ২৩ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরে ৫দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে রবিবার বিকেলে ৫দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন। লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) খন্দকার গোলাম শাহ নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ ড. সফি উদ্দিন। বক্তব্য রাখেন, সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ টি এম খোরশেদ আলম, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার বটতলী গ্রামের কৃষক মো. মোস্তফা ভূঁইয়া। কৃষি প্রযুক্তি মেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট (কোডেক), অক্সিজেন নার্সারী, বীজ ষ্টল, সার ষ্টল, পুষ্টি ষ্টল, মেটাল এগ্রো লিমিটেড, লাল তীর সীড লিমিটেড, কৃষি যন্ত্রপাতি ষ্টল, আইটিসি ও কৃষি পরামর্শ কেন্দ্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যবস্থাপনা, পৌর শহীদ স্মৃতি একাডেমির উদ্যোগে সয়া খাবারের স্টলসহ প্রায় ৫০টি ষ্টল অংশ নেন।
×