ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয় দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রকাশিত: ০২:৪৯, ২৩ এপ্রিল ২০১৭

সোনারগাঁয় দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার বুরুমদি গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৫ জনসহ উভয় পক্ষের ৮ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। এ বিষয়ে সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি গ্রামের জয়নাল আবেদীনের সঙ্গে একই গ্রামের জাকির মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতন্ডতা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘষে লিপ্ত হয়। উভয় পক্ষ রামদা, চাপাতি ও লোহার রড দিয়ে আক্রমণ চালায়। এতে একই পরিবারের ৫ জনসহ কমপক্ষে ৮ আহত হয়েছে। এতে জয়নাল আবেদিন, তার স্ত্রী সুফিয়া বেগম, মা রোকেয়া বেগম, ভাই কাজল মিয়া, ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম, জাকির মিয়া, মাকসুদা বেগম ও হালিমা আক্তার আহত হয়। আহতদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জয়নাল আবেদিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির মিয়ার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাকেসহ আমাদের পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। এদিকে জাকির মিয়া বলেন, জয়নাল আবেদিনের লোকজন আমাদের উপর প্রথমে হামলা চালায়। পরে আমাদের লোকজন তাদের প্রতিহত করে। সোনারগাঁ থানার ওসি এসএম মঞ্জুর কাদের বলেন, এক শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×