ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুশাসন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন ॥ ড. আকবর আলী খান

প্রকাশিত: ০২:৪৪, ২৩ এপ্রিল ২০১৭

সুশাসন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন ॥ ড. আকবর আলী খান

স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলী খান বলেছেন, সুশাসন ছাড়া বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন। সুশাসন ছাড়া মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা ও অর্জন করা সম্ভব নয়। এখন যদি সুশাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করি, তাহলে আগামী ১০-১৫ বছর পর সুফল পাবো। রবিবার গুলশানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত ‘ক্রিটিকাল কনভারসেশন-২০১৭, বাংলাদেশ জার্নি: এক্সিলারেটিং ট্রান্সফরমেশন” শীর্ষক গবেষনা সম্মেলনের একটি সেশনে এসব কথা বলেন তিনি। আকবর আলী বলেন, দেশের সুশাসন ও অভ্যন্তরীণ ব্যাপারে বিশ্বব্যাংকের হস্তক্ষেপের কোনো দরকার নেই। বাংলাদেশে যে একেবারে সুশাসন হয় নি তা নয়। কিছু কিছু সংস্কার হয়েছে। তৈরি পোশাক খাতে বড় সংস্কার হয়েছে। বন্ডেড ওয়্যার হাউজ হয়েছে। সুশাসন ও গনতন্ত্রের বিষয়ে ব্র্যাক ইন্সটিটিউট অব গর্ভনেন্স এ্যান্ড ডেভেলপমেন্ট এর এ্যাডজাঙ্কট ফেলো ড. মির্জা হাসান বলেন, গনতন্ত্র ও সুশাসন নিয়ে বিশ্বব্যাংক ও দেশের অর্থনীতিবিদরা একটি ব্ল্যাক বাক্স তৈরি করেছেন। সেখান থেকেও বের হতে পারছে না। সমাজে এখনও কিছি কিছু লোকের সুবিধার কারনে বাজার সঠিক নিয়মে কাজ করছে না। যার পেশিশক্তি ও রাজনৈতিক সংযুক্তি যত বেশি সে তত বেশি সুবিধা পাচ্ছে। রাজনীতিবিদ ও ব্যবসায়িদের মধ্য নানান ধরনের ডিল ও লেনদেন হচ্ছে যা স্বাভাবিক নয়। এছাড়া এক ধরনের তথাকথিত গনতন্ত্র চলছে ঠিকই কিন্তু দেশের মানুষ কখনই লিবারেল গনগন্ত্র পায়নি। উদ্ধোধনী সেশনে “রিভিউ অব ডেভেলপমেন্ট অ্যান্ড এমার্জিং চ্যালেঞ্জ” শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ। তিনি বলেন, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা। এছাড়া জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং বেকারত্বের অন্যতম বাধা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি কিছু অর্জন থাকলেও সামনের দিনে সমতা ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ প্রয়োজন জানিয়ে তিনি বলেন, শ্রমবাজারে নতুন যুক্ত হওয়া ২০ লাখ শ্রমিককে কর্মসংস্থান নিশ্চিত করা, শিক্ষার বাইরে থাকা এক-পঞ্চমাংশ শিশুকে (৬-১০ বছর) শিক্ষার সুযোগ করে দেওয়া, শিশু অপুষ্টি রোধ, ১৮ বছরের আগে দুই-তৃতীয়াংশ নারী বিবাহের শিকার হচ্ছে সেগুলো প্রতিরোধ, মাতৃমৃত্যু রোধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুই দিনের এই সম্মেলন শেষ হচ্ছে আজ। আজকে সমাপনী অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সেশনে ফিনান্সিয়াল ইনক্লুশন এ্যান্ড ব্যাংকিং স্টের: সাম ক্রিটিক্যাল ইস্যুস, সাসটেইনেবল সিটিস ইন বাংলদেশ: ইসুসেস এ্যান্ড স্ট্রাটেজিস, ফিউটার রোল অব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন ইন বাংলাদেশ: ইস্যুজ এ্যান্ড কনসার্নস, স্টেট অব ওম্যান এন্টারপ্রিনিউরশিপ:ওয়াট উই হ্যাভ এসিভড?, ওয়াটার ওয়াটার এভ্রিহয়াল, এনার্জি স্ট্রাটেজি, চ্যালেঞ্জ অব দি ন্যাশনাল সোস্যাল সিকিউরিটি স্ট্রাটেজি এবং টুওয়ার্ডস দি ইন্ডাষ্ট্রিয়াল রেভুলেশন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
×