ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে ঠিকাদারের বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০২:৪৩, ২৩ এপ্রিল ২০১৭

সোনারগাঁয়ে ঠিকাদারের বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঠিকাদার আবুল বাশারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা হুমায়ূন বাদশা নামে এক ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। রবিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি। ডাকাতির শিকার পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের আবুল বাশারের বাড়িতে গভীররাতে একদল ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির গেইট ভেঙ্গে প্রবেশ করে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণাংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির কার্যক্রম শেষে তারা পালিয়ে যাওয়ার সময় ছোট সাদিপুর মসজিদের মাইকে ডাকাতির খবরটি ঘোষণা করলে স্থানীয় লোকজন মোগরাপাড়া বাজার এলাকা থেকে হুমায়ুন বাদশা নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। সোনারগাঁও থানার ওসি এসএম মঞ্জুর কাদের ও পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তবে ওসির মুঠোফোনে কল করলে ডিউটি অফিসার এএআই সফিক জানায়, এলাকাবাসী এক ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। ওই ডাকাতকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×