ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বিশ্ব বই দিবস পালিত

প্রকাশিত: ০২:০৯, ২৩ এপ্রিল ২০১৭

কলাপাড়ায় বিশ্ব বই দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব বই দিবস ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য পৌর কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির, সেকায়েপ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আমিরুল মুমেনিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নীরতা মুন। বিদ্যালয়ের পাঠাভ্যাস কর্মসূচির ১৯৯ শিক্ষার্থীকে পুরষ্কার হিসাবে বই প্রদান করা হয়। উল্লেখ্য কলাপাড়ায় ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৭টি মাদ্রাসার মধ্যে বিদ্যালয় পাঠাভ্যাস কর্মসূচিতে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। শিক্ষার্থীরা জানান এ কর্মসূচির মধ্য দিয়ে তারা জ্ঞান অর্জনের এক নতুন দিগন্ত খুঁজে পেয়েছেন। বুঝতে পেরেছেন প্রত্যেকটি বিদ্যালয়ে পাঠাভ্যাসের জন্য বইয়ে পরিপুর্ণ লাইব্রেরী থাকা প্রয়োজন এবং বই একজন মানুষের প্রকৃত বন্ধু হতে হতে পারে।
×