ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দর্শক প্রশংসায় সমাপ্ত হলো কিংবদন্তী জাপানি ছবি তোরা-সানের প্রদর্শনী

প্রকাশিত: ০২:০২, ২৩ এপ্রিল ২০১৭

দর্শক প্রশংসায় সমাপ্ত হলো কিংবদন্তী জাপানি ছবি তোরা-সানের প্রদর্শনী

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হলো জাপানের অন্যতম সফল তোরা-সান সিরিজের চলচ্চিত্র "তোরা-সানস সানরাইজ অ্যান্ড সানসেট"। এপ্রিলের ৮ ও ২২ তারিখের উভয় প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত ছিল । রবিবার ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাস্যরসের সঙ্গে মানবতাবোধে পরিপূর্ণ তোরা-সানকে নিয়ে মোট ৪৮টি পর্ব নির্মিত হয়েছে । বাংলাদেশের দর্শকদের জন্য এই সিরিজের নির্বাচিত ৩টি চলচ্চিত্র বাংলায় ডাবিং করে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের মার্চ মাসের মধ্যে এনটিভিতে প্রচারিত হয়েছে এবং দর্শকপ্রিয়তা অর্জন করেছে । বাংলাদেশ জাতীয় জাদুঘরের চলমান "ওয়ার্ল্ড ক্ল্যাসিক চলচ্চিত্র প্রদর্শনী" আয়োজনের ধারাবাহিকতায় জাপানের 'তোরা-সান' দেখানো হয়েছে । এই চলচ্চিত্র প্রদর্শনীসহ জাতীয় জাদুঘরের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ২০০৮ সালে জাপান সরকার কর্তৃক প্রদত্ত অডিও-ভিজ্যুয়াল ইকুইপমেন্ট ব্যবহৃত হচ্ছে । উল্লেখ্য, জাপান সরকারের নতুন অনুদানে সম্প্রতি এই অডিও-ভিজ্যুয়াল সুবিধার মানোন্নয়ন করা হয়েছে ।
×