ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁর মান্দায় গ্রাহকের কোটি টাকা নিয়ে এনজিও কর্মকর্তা উধাও

প্রকাশিত: ০০:৩৯, ২৩ এপ্রিল ২০১৭

নওগাঁর মান্দায় গ্রাহকের কোটি টাকা নিয়ে এনজিও কর্মকর্তা উধাও

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় গ্রাহকের অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর চৌবাড়িয়া বাজার শাখার ব্যবস্থাপক কামাল হোসেন। অভিযোগ উঠেছে, এরিয়া ম্যানেজার আতিকুর রহমানের সহযোগিতায় সঞ্চয় ও মঞ্জুর হওয়া ঋণের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে লাপাত্তা হন তিনি। ঘটনায় সংস্থার পক্ষে ওই শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার এসআই সুজন আলী জানান, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ চৌবাড়িয়া শাখায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ৩৪ লাখ ৭০ হাজার টাকা উল্লেখ করে মামলাটি দায়ের করেন ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান। তিনি আরো বলেন, ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু করা হয়েছে। তদন্তে আত্মসাতকৃত টাকার পরিমান আরো বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। এব্যাপারে মান্দার ইউএনও মোঃ নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, এটি গ্রাহকদের সঙ্গে চরম প্রতারনা। বিষয়টি পৃথকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
×