ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত: ০০:৩৮, ২৩ এপ্রিল ২০১৭

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

জনকণ্ঠ রিপোর্ট ॥ মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, বীরউত্তম, বীরপ্রতীক মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ১২ জনের প্রত্যেককে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন। চেক গ্রহণকারীদের মধ্যে রয়েছেন- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোছাম্মৎ মালেকা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মা মোছাম্মৎ ফজিলা খাতুন, বীর উত্তম শাহ আলমের স্ত্রী মোছাম্মৎ ফাতেমা খাতুন ও বীর উত্তম আব্দুস সাত্তার। এছাড়া, বীরবিক্রম আবুল বাশারের ছেলে মহিন উদ্দিন, বীরবিক্রম জগৎজ্যোতি দাসের বোন ফুলু রানী রায়, বীরপ্রতীক খলিলুর রহমান, বীরপ্রতীক আব্দুল আলিমের স্ত্রী মোছাম্মৎ জরিনা খাতুন, বীরপ্রতীক নজরুল ইসলামের স্ত্রী রওনক জাহান, বীরপ্রতীক সামছুল হকের স্ত্রী আনোয়ারা বেগম এবং বীরপ্রতীক মোক্তার আলী এ অনুদান গ্রহণ করেন। তবে, একজন বিদেশ থাকার কারণে তার পক্ষে এক কর্মকর্তা চেক গ্রহণ করেছেন।
×