ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দৌলতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: ০০:২১, ২৩ এপ্রিল ২০১৭

দৌলতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ২টার সময় এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মো. মুস্তাফা কামাল ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার কলেজ, হাইস্কুল ও মাদরাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্বাবধানে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা সোমবার শেষ হবে।
×