ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি থাকলে খতিয়ে দেখা হবে: মন্ত্রী

প্রকাশিত: ০০:১৯, ২৩ এপ্রিল ২০১৭

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি থাকলে খতিয়ে দেখা হবে: মন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বাঁধ ভেঙে হাওরের মানুষের যে দুর্গতি সৃষ্টি হয়েছে তার পেছনে পানি উন্নয়ন বোর্ডের কোনও দুর্নীতি আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। রবিবার পানিসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমান বিপদে এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া করার কিছু নেই। হাওরে বাঁধ ভাঙার পেছনে যে পরিমাণ আর্থিক দুর্নীতির কথা পত্রিকায় লেখা হচ্ছে, তা সঠিক নয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই এলাকায় বাঁধ ছিল ৬ দশমিক ৫ মিটার উচ্চতার। কিন্তু পানির উচ্চতা ছিল সাড়ে আট মিটারের মত। এই রকম পানির চাপ থাকলে অনেক সময় টেকসই বাঁধও টেকে না। এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের করণীয় সর্ম্পকে মন্ত্রী বলেন, এ মূহুর্তে পানিসম্পদ মন্ত্রণালয় যেটা করতে পারে, যা ঘটছে তা থেকে শিক্ষা নিতে পারে। এর বাইরে করার কিছু নাই। গত ২০ বছরের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ২৯ শে মার্চ ওই এলাকা প্লাবিত হওয়ার নজির সেখানে নেই। কিন্তু এ বছর ২৯ শে মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত চারদিনে বাঁধের ওপর অতি উচ্চতায় পানি প্লাবিত হয়।
×