ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাত্রী মারুফা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ০০:১৮, ২৩ এপ্রিল ২০১৭

ছাত্রী মারুফা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলায় কলেজ ছাত্রী ও গৃহ বধু মারুফা আক্তার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয় এবং মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মারুফা আক্তার ষাইটপাকিয়া এলাকার মৃত মানিক হাওলাদারের কন্যা। তার সাথে বহরমপুর গ্রামের মধ্যপ্রাচ্যে কর্মরত সুমন হাওলাদারের সাথে ৪ বছর পূর্বে বিয়ে হয়। মারুফা আক্তার চলমান এইচএসসি পরীক্ষার্থী। গত ১৭ এপ্রিল স্বামীর অবর্তমানে শ্বশুর-শ্বাশুড়ী ও দেবর মিলে তাকে মারধর করে এবং আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এসময়ে স্বামী পরিবারে লোকজন মারুফা আক্তারের মৃত দেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ঝালকাঠি থানা পুলিশ অপমৃত্যু মামলা দায়ের করে এবং মারুফা আক্তারের সুরাতহাল করে ময়না তদন্ত শেষে মারুফা আক্তারের মৃত দেহ তার মা লাকী বেগমের কাছে হস্তান্তর করা হয়। মানববন্ধন চলাকালে নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, মারুফা আক্তারের মা লাকী বেগম এবং এলাকার বিভিন্ন লোকজন দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।
×