ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একটি বাড়ী একটি খামার প্রকল্পের জেলা পর্যায় পর্যালোচনা

প্রকাশিত: ০০:১৭, ২৩ এপ্রিল ২০১৭

একটি বাড়ী একটি খামার প্রকল্পের জেলা পর্যায় পর্যালোচনা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি বিষয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয় এপর্যন্ত ঝালকাঠি জেলায় এপর্যন্ত সদস্যদের কাছ থেকে ৮ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা জমা হয়েছে এবং সরকার বোনাস হিসেবে ৭ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকা প্রদান করেছে ও ঘুর্নয়মান তহবিল হিসেবে ৮ কোটি ১৩ লাখ ৯৬ হাজার টাকা প্রকল্পখাতে বরাদ্ধসহ মোট ২৪ কোটি ৮ লাখ ৮১ হাজার টাকা। একটি বাড়ী একটি খামার প্রকল্প চালু হওয়ার পর থেকে এই তহবিল থেকে এপর্যন্ত ২০২৯৫ জন সদস্যদের মধ্যে ২৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। ঋণ প্রদানের মধ্যে ৭ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকা অনদায়ি রয়েছে। এর মধ্যে চলতি অনাদায়ী ৪ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার, কিস্তি খেলাফি ১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকা। মেয়াদ উত্তীর্ণ ঋণ খেলাফি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। এই সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: জাকির হোসেন, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রকিব ও ৪টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা পর্যায় বিভাগ প্রধানরা উপস্থিত ছিলেন। বিআরডিবির উপ পরিচালক ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী শ্যামা প্রসাদ দে এই প্রকল্পের অগ্রগতি সমস্য নিয়ে কথা বলেন।
×