ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বয়লার বিস্ফোরণের দগ্ধ দু’জন ঢামেক হাসপাতালে মৃত্যু

প্রকাশিত: ০০:১২, ২৩ এপ্রিল ২০১৭

দিনাজপুরে বয়লার বিস্ফোরণের দগ্ধ দু’জন ঢামেক হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে যমুনা আটো রাইস মিল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দেলোয়ার হোসেন (৩০) ও রঞ্জিত বসাক (৫০) নামে আরও দু’জনের মৃত্যু হয়েছে। তিনদিন মৃত্যুর সঙ্গে রবিবার দুপুর দেড়টার দিকে দেলোয়ার ও শনিবার রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর জানান, রঞ্জিতের ও দেলোয়ারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। নিহত দেলোয়ারের বাবার নাম জহির উদ্দিন। গ্রামের বাড়ি দিনাজপুর সদরে। উল্লেখ্য, গত বুধবার সকালে দিনাজপুর জেলা সদরের গোপালগঞ্জ শেখহাটি এলাকায় যমুনা অটো রাইস মিলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০ জন দগ্ধ ও ৭ জন নিহত হয়েছে।
×