ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে যাত্রীসহ ৩শত কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

প্রকাশিত: ০০:০৩, ২৩ এপ্রিল ২০১৭

শাহজালালে যাত্রীসহ ৩শত কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেটসহ যাত্রী আব্দুল হালিমকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীর বাড়ি ফেনীতে।ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনন্টিভ) এইচ এস আহসানুল কবির জানান, রবিবার ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ ২৫০) বাহরাইন থেকে যাত্রী হালিম ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগেজ স্ক্যান করলে সিগারেট পাওয়া যায়। পরে ভেতরে তল্লাশি করে ৩০০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। তিনি জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ বার্তা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। ধারণা করা হচ্ছে, সিগারেটের ওপর আরোপ করা শুল্ক ফাঁকি দিতে এগুলো লুকিয়ে এনেছেন তিনি। এসব সিগারেটের বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কাস্টমসের অফিসার আহসানুল কবির।
×