ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শনির হাওরেও বাধঁ ভেঙ্গে তলিয়ে গেলো ফসলী জমি

প্রকাশিত: ২৩:২০, ২৩ এপ্রিল ২০১৭

শনির হাওরেও বাধঁ ভেঙ্গে তলিয়ে গেলো ফসলী জমি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ পাহাড়ী ঢলের পানিতে সুনামগঞ্জের সর্বশেষ বৃহৎ বোরো ধানের ভান্ডার খ্যাত শনির হাওরের বাধঁ ভেঙ্গে তলিয়ে গেল আধা পাকা ধান। রবিবার ভোর রাতে লালুর পশ্চিম সাইট এবং শাহেদনগর সাইটসহ আহম্মক খালী বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় এই বোরো ধানের ভান্ডার। স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর উপজেলার সকল শ্রেনী পেশার লোকজনের টানা ২৫ দিন বাঁধের সঙ্গে লড়েছেন। রবিবার ভেরে হাওরের বাধঁ ঠিকিয়ে রাখতে সর্বস্তরের মানুষ প্রানান্ত চেষ্টা করে ব্যর্থ করে পানি ডুকতে শুরু হয়। হাওরের বাঁধ ভাঙ্গার সাথে সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এ পর্যন্ত জেলার সকল হাওরই পানিতে তলিয়ে গেল। বাঁধ এলাকায় পাউবো’র কোন কর্মকর্তা বা পিআইসি’র সদস্যদের দেখা যায়নি। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জের সব হাওর তলিয়ে গেলেও শনির হাওরটি এতদিন স্থানীয় জনগনের সহযোগিতায় ২৫ দিন ঠিকিয়ে রাখতে পেরেছিলাম। আজ ভোরে লালুর পশ্চিম সাইট, সাহেদনগর সাইট ও আহমক খালী বাধঁ ভেঙ্গে ১৩ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ায় আর কোন হাওর রইল না আমাদের। হাওরের ফসল হারিয়ে কৃষকরা দিশেহারা। দ্রুততম সময়ের মধ্যে সরকারী সাহায্য দেয়ার দাবী করছি।
×