ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শচীনের নামে স্ট্যান্ড, ব্রায়ান লারার স্টেডিয়ামে

প্রকাশিত: ১৯:২৫, ২৩ এপ্রিল ২০১৭

শচীনের নামে স্ট্যান্ড,  ব্রায়ান লারার স্টেডিয়ামে

অনলাইন ডেস্ক ॥ ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান চার্লস লারাকে সম্মান জানাতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকার স্টেডিয়াম নির্মাণ করেছে। লারার সম্মানে নির্মিত সেই স্টেডিয়ামে থাকছে ক্রিকেটের আরেক ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারের নামে একটি স্ট্যান্ড জানা গেছে, লারার নামে নির্মিত সেই স্টেডিয়ামে টেন্ডুলকারের নামে রাখা হয়েছে একটি স্ট্যান্ড। সেটি করা হচ্ছে স্বয়ং লারার অনুরোধেই। স্টেডিয়ামের তদারকিতে থাকা খেলাধুলা বিষয়ক প্রতিষ্ঠান টি এন্ড টি-এর সভাপতি মাইকেল ফিলিপস বলেন, ‘ব্রায়ান লারার অনুরোধেই আমরা টেন্ডুলকারের নামে স্ট্যান্ডের নাম রাখার সিদ্ধান্ত নিয়েছি। লারাকে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহনের কমিটিতে অন্তর্ভূক্ত করেছি। তার সকল সিদ্ধান্তই আমরা বিবেচনা করি। ’ উল্লেখ্য আগামী ১৩ মে লারার সম্মানে নির্মিত সেই স্টেডিয়ামটির উদ্বোধন হতে যাচ্ছে। এই স্টেডিয়াম উদ্বোধনের দিনে দেশটির সরকার একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। আর সে ম্যাচে খেলবেন শচিন টেন্ডুলকার। সূত্র: ত্রিনিদাদ গার্ডিয়ান
×