ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে এক দিনের জাতীয় শোক

প্রকাশিত: ১৮:২৫, ২৩ এপ্রিল ২০১৭

আফগানিস্তানে এক দিনের জাতীয় শোক

অনলাইন ডেস্ক ॥ সেনাবাহিনীর পোশাকে তালেবান জঙ্গিদের হামলায় শতাধিক সেনা নিহতের ঘটনায় এক দিনের জাতীয় শোক পালন করছে আফগানিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই- শরিফ শহরের সেনা ঘাঁটিতে শুক্রবার ওই হামলা চালানো হয়। খবর বিবিসির। প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফে হামলার ঘটনা সব ধরনের মানবিকতা ও ইসলামিক শিক্ষার পরিপন্থি। শুক্রবার ১০ জনের বেশি তালেবান জঙ্গি আফগান সেনাবাহিনীর পোশাকে পরে সেনাবাহিনীর গাড়ি চালিয়ে ওই ঘাঁটিতে পৌছায়। সেনাঘাঁটিতে নামাজে অংশ নেয়া সেনা এবং সেনাঘাঁটির অন্যান্য স্থানের ক্যানটিনে ওই হামলা চালানো হয়। হামলা থেকে বেঁচে যাওয়ারা অভিযোগ করেছেন, সেনাঘাঁটির ভেতরের কারো সহায়তায় জঙ্গিরা হামলা চালিয়েছে। আহত এক সেনা জানিয়েছেন, হামলাকারী সেনাঘাঁটিতে কিভাবে ঢুকল। সেখানে তো মাত্র একটা প্রবেশদ্বার না বরং সাত থেকে আটটি নিরাপত্তাবেষ্টনি পার হতে হয়।ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান।
×