ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লির বিপক্ষে মুম্বইয়ের জয়

প্রকাশিত: ১৮:০৬, ২৩ এপ্রিল ২০১৭

দিল্লির বিপক্ষে মুম্বইয়ের জয়

অনলাইন ডেস্ক ॥ মুম্বই ইন্ডিয়ান্সের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে পরাস্ত হতে হল দিল্লিকে। যদিও শেষে দুরন্ত লড়াই চালিয়েছিলেন রাবাদা ও ক্রিস মোরিস। ১৪২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল দিল্লি ডেয়ারডেভিলস৷ কিন্তু একটুর জন্য শেষ রক্ষা হল না। দুরন্ত বল করে মুম্বইয়ের ব্যাটসম্যানদের মাত্র ১৪২ রানের মধ্যে আটকে রাখতে সমর্থ হয়েছিল দিল্লির বোলাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে যে মুম্বই এহেন ভয়ঙ্কর হয়ে উঠবে তা আন্দাজ করতে পারেনি জাহির বাহিনী। আক্ষরিক অর্থেই কোনও ব্যাটসম্যানকেই ক্রিজে টিকতে দেননি জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যরা। ৮ উইকেট খুইয়ে মুম্বইয়ের ব্যাটসম্যানরা যখন ১৪২ রানেই আটকে গেল, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো দিল্লির পক্ষে এই ম্যাচ জেতাটা কঠিন হবে না। কিন্তু যেভাবে দ্বিতীয় ইনিংসে ভয়াবহ হয়ে উঠলেন মুম্বইয়ের বোলাররা। ১০০ রান তোলাটাও যেন দিল্লির দিল্লির কাছে কঠিন হয়ে উঠেছিল। দিল্লির ২৬ রানে ৬ উইকেট পরে যাওয়ার পর খেলাটা অনেকটা একপেশে হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে যেভাবে ক্রিস মোরিস ও রাবাদা সেখান থেকে খেলাটা ধরলেন দিল্লি সমর্থকরা বুকে বল পেতে শুরু করেছিলেন। ম্যাচ হয়তো দিল্লি ছিনিয়ে নিতে পারে এমন আশঙ্কাও করতে শুরু করেছিল মুম্বই। কিন্তু শেষ পাতে বাজিমাৎ হার্দিক পাণ্ড্য। রাবাদার উইকেট তুলে নিয়ে ফের ঝটকা দেন দিল্লিকে। শেষ ওভারে ২৫ রান দরকার ছিল দিল্লির জয়ের জন্য। হাতে উইকেট না থাকায় সেই চাপটা আর নিতে পারেনি দিল্লি। ফলে জয়ের ধারা অব্যাহত রইল মুম্বইয়ের। এদিন দিল্লির হয়ে অসাধারণ বোলিং পারফরম্যান্স দেন অমিত মিশ্র। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মিশ্র।
×