ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্মমুখী উচ্চশিক্ষা

প্রকাশিত: ০৬:৩২, ২৩ এপ্রিল ২০১৭

কর্মমুখী উচ্চশিক্ষা

দেশের আর্থসামাজিক উন্নয়ন বর্তমানে আইটিনির্ভর। যার ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ-প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমন: হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার এইট, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট, এমআইএস, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই স্বপ্নময় সম্ভাবনা সমৃদ্ধ, কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। আসুন জেনে নেই এ বিষয়ে পড়ার বিস্তারিত। বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ আইটি বিষয়ে কোর্স পরিচালনা করছে। এর মধ্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) অন্যতম। এখানে বেশ কয়েকটি কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলো : হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব এ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। প্রতি বছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) এবং ৩টি শিফটে এই ডিপ্লোমা প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিশেষ ব্যাচের ভর্তি নেয়া হয়। ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।কোর্সগুলোর অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদী ইন্টার্নশিপ যা একজন শিক্ষার্থীকে হাতে কলমে কাজ শিখতে সাহায্য করে। এছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরি ক্লাস এর সঙ্গে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীবৃন্দের কর্মজীবনে সফলতার হার শতভাগ। কর্মব্যস্তদের জন্য রয়েছে শুক্র, শনি ও সান্ধ্যকালীন ক্লাসের ব্যাবস্থা। ডিআইআইটি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি পাস যে কোন বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। যোগাযোগ: বাড়ি নং-০২, রোড-০১, সেক্টর-০৬, হাউস বিল্ডিং, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১-৩৪৯৩২৬২, ০১৭১৩৪৯৩২৯৬। হাবিবুর রহমান
×