ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টানা চার ম্যাচ ধরে উপেক্ষিত মোস্তাফিজ

প্রকাশিত: ২৩:৪৮, ২২ এপ্রিল ২০১৭

টানা চার ম্যাচ ধরে উপেক্ষিত মোস্তাফিজ

অনলাইন ডেস্ক ॥ আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল কাটার মাষ্টার মোস্তাফিজের।আইপিএলের দশম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজের প্রথম ম্যাচে বেশ 'নিষ্প্রভ' ছিলেন মোস্তাফিজুর রহমান। যে কারণে একের পর এক উপেক্ষিত রয়ে যাচ্ছেন কাটার মাস্টার। আর তিন ম্যাচে সানরাইজার্সের একাদশে জায়গা পাননি মোস্তাফিজ। টানা চতুর্থ ম্যাচেও উপেক্ষিত রইলেন তিনি। শনিবার প্রতিপক্ষের মাঠে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছে হায়দরাবাদ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পুনের অধিনায়ক স্টিভেন স্মিথ। সর্বশেষ দুই ম্যাচে টানা জেতার পর শনিবার ছন্দ ধরে রাখার লক্ষ্যে মাঠে নামে সানরাইজার্স। পুরো ফিট না থাকায় অলরাউন্ডার যুবরাজ সিংকে বিশ্রাম দিয়েছে সানরাইজার্স। তার জায়গায় একাদশে ঢুকেছেন বিপুল শর্মা। অন্যদিকে রাহুল চাহারের জায়গায় পুনের একাদশে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর। এটা আইপিএলে তার প্রথম ম্যাচ। ছয় ম্যাচের চারটিতে জিতে আপাতত পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সানরাইজার্স। অন্যদিকে পাঁচ ম্যাচের তিনটিতে হেরে আট দলের টুর্নামেন্টে সবার তলানিতে রয়েছে স্মিথ-ধোনির পুনে। মুম্বাইয়ের বিপক্ষে ১২ এপ্রিল এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মোস্তাফিজ। সেই ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার। যে কারণে টানা চার ম্যাচ উপেক্ষিত রইলেন তিনি।
×