ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরিয়ার উপদ্বীপে জাপানের যুদ্ধজাহাজ

প্রকাশিত: ২০:০৮, ২২ এপ্রিল ২০১৭

কোরিয়ার উপদ্বীপে জাপানের যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক ॥ কোরিয়ার উপদ্বীপের সমুদ্রসীমায় মার্কিন নৌবহর ‘ইউএসএস কার্ল ভিনসন’ এর সঙ্গে যোগ দিল জাপানের দুটি যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়াকে ভয় দেখাতে এ আয়োজন বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। রাশিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের ‘আশিগারা’ ও ‘সামিদের’ নামে দুই ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ গত শুক্রবার তাদের সাসেবো ঘাঁটি থেকে উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দিতে রওনা হয়। যুক্তরাষ্ট্র ও জাপানের নৌমহড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে এখন কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে গত সপ্তাহে জাপানের নৌবাহিনী এ মহড়ার ঘোষণা দিয়েছে। রয়টার্সের সূত্র থেকে জানা যায়, এ মহড়ায় হেলিকপ্টার ল্যান্ডিং ও যোগাযোগ রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরে তিনটি যুদ্ধজাহাজ রয়েছে যার প্রতিটিতেই ক্ষেপণাস্ত্র রয়েছে। উত্তর কোরিয়ার পর পর কয়েকটি পরমাণু পরীক্ষার পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেন, আমরা রণতরীর বহর পাঠাচ্ছি, যা অনেক শক্তিশালী। আমাদের সাবমেরিন আছে, এটিও শক্তিশালী। এটি যু্দ্ধবিমান ক্যারিয়ারের থেকেও শক্তিশালী। এ ঘোষণার পর মার্কিন নৌবহর কোরিয়ার উপকূলে রওনা দেয়। মার্কিন নৌবাহিনী জানায়, তারা আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে সামরিক মহড়ায় অংশ নেবে। কিন্তু অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম জানায়, তারা আসলে ইন্দোনেশিয়ার উপকূলে মহড়ায় অংশ নিতে যাচ্ছে।
×